ব্যবসায়ীদের নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টির আহ্বানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুতই হবে। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।”
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতার কারণে সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান এবং শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে যৌথবাহিনীর উপস্থিতি বাড়ানোর দাবি জানান। তার মতে, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা বন্ধ না হলে কর্মহীনতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরের পুঞ্জিভূত সমস্যার কারণে এই সংকট তৈরি হয়েছে, এবং এই সমস্যা সমাধান করতে সময় লাগবে। তবে তিনি আস্থা প্রকাশ করেন যে, সরকার দ্রুত সমস্যার সমাধান করবে এবং অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, শ্রমিক-মালিক এবং সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনে যোগদানের জন্য ব্যবসায়ীদের সাহস জোগাতে বলেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক হতে হলে ব্যবসায়ীদের রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীলতা বাড়ানোর দিকে নজর দিতে হবে।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
ব্যবসায়ীদের নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টির আহ্বানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুতই হবে। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।”
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতার কারণে সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান এবং শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে যৌথবাহিনীর উপস্থিতি বাড়ানোর দাবি জানান। তার মতে, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা বন্ধ না হলে কর্মহীনতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরের পুঞ্জিভূত সমস্যার কারণে এই সংকট তৈরি হয়েছে, এবং এই সমস্যা সমাধান করতে সময় লাগবে। তবে তিনি আস্থা প্রকাশ করেন যে, সরকার দ্রুত সমস্যার সমাধান করবে এবং অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, শ্রমিক-মালিক এবং সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনে যোগদানের জন্য ব্যবসায়ীদের সাহস জোগাতে বলেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক হতে হলে ব্যবসায়ীদের রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীলতা বাড়ানোর দিকে নজর দিতে হবে।