পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বাইরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাস থেকে জানানো হয়েছে, আগে যেখানে ‘ভ্রমণ না করার’ (চতুর্থ মাত্রা) পরামর্শ ছিল, সেখানে এখন ‘ভ্রমণ পুনর্বিবেচনার’ (তৃতীয় মাত্রা) পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই হালনাগাদ ভ্রমণ সতর্কতা প্রকাশ করে, যা পরবর্তীতে ঢাকায় দূতাবাসের ফেসবুক পেইজেও শেয়ার করা হয়।
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য চার স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। ১ম স্তরে ‘স্বাভাবিক সতর্কতা’, ২য় স্তরে ‘অতিরিক্ত সতর্কতা’, ৩য় স্তরে ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ এবং ৪র্থ স্তরে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়।
২০২৩ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা বাড়িয়ে চতুর্থ স্তরে উন্নীত করা হয়েছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে এই সতর্কতা কমিয়ে তৃতীয় স্তরে নামানো হয়েছে।
যদিও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ভ্রমণে আগের মতোই চতুর্থ স্তরের সতর্কতা বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের হালনাগাদ সতর্কতায় বলা হয়েছে, "পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে ভ্রমণ এড়িয়ে চলুন।"
সতর্ক বার্তায় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংস বিরোধ ও নাগরিক বিশৃঙ্খলা অনেকটা কমে এসেছে, তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বাইরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাস থেকে জানানো হয়েছে, আগে যেখানে ‘ভ্রমণ না করার’ (চতুর্থ মাত্রা) পরামর্শ ছিল, সেখানে এখন ‘ভ্রমণ পুনর্বিবেচনার’ (তৃতীয় মাত্রা) পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই হালনাগাদ ভ্রমণ সতর্কতা প্রকাশ করে, যা পরবর্তীতে ঢাকায় দূতাবাসের ফেসবুক পেইজেও শেয়ার করা হয়।
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য চার স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। ১ম স্তরে ‘স্বাভাবিক সতর্কতা’, ২য় স্তরে ‘অতিরিক্ত সতর্কতা’, ৩য় স্তরে ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ এবং ৪র্থ স্তরে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়।
২০২৩ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা বাড়িয়ে চতুর্থ স্তরে উন্নীত করা হয়েছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে এই সতর্কতা কমিয়ে তৃতীয় স্তরে নামানো হয়েছে।
যদিও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ভ্রমণে আগের মতোই চতুর্থ স্তরের সতর্কতা বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের হালনাগাদ সতর্কতায় বলা হয়েছে, "পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে ভ্রমণ এড়িয়ে চলুন।"
সতর্ক বার্তায় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংস বিরোধ ও নাগরিক বিশৃঙ্খলা অনেকটা কমে এসেছে, তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে।