মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একটি অংশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান ঢাকায় পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
প্রতিনিধিদলের অন্য সদস্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসবেন। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ডনাল্ড লুর চেয়ে বেশি সময় বাংলাদেশে থাকবেন। আলোচনায় অর্থ ও বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আগমন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়, তার বড় প্রতিফলন। আলোচনাটি বহুমাত্রিক হবে, এবং আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব।”
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা থাকায় আলোচনা কেবল একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সচিব উল্লেখ করেন। সফরের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।”
এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একটি অংশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান ঢাকায় পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
প্রতিনিধিদলের অন্য সদস্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসবেন। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ডনাল্ড লুর চেয়ে বেশি সময় বাংলাদেশে থাকবেন। আলোচনায় অর্থ ও বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আগমন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়, তার বড় প্রতিফলন। আলোচনাটি বহুমাত্রিক হবে, এবং আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব।”
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা থাকায় আলোচনা কেবল একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সচিব উল্লেখ করেন। সফরের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।”
এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।