রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এই কমিটি গঠন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের সই করা অফিস আদেশে বলা হয়, সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল অনিবার্য কারণে বন্ধ রাখা হয়। এই পরিস্থিতির কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়া এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএমটিসিএলের ব্যবস্থাপক (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।
মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা প্রসঙ্গে জানা যায়, খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝখানের একটি রাবার প্যাড খুলে যাওয়ার ফলে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এই কমিটি গঠন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের সই করা অফিস আদেশে বলা হয়, সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল অনিবার্য কারণে বন্ধ রাখা হয়। এই পরিস্থিতির কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়া এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএমটিসিএলের ব্যবস্থাপক (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।
মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা প্রসঙ্গে জানা যায়, খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝখানের একটি রাবার প্যাড খুলে যাওয়ার ফলে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।