# রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ শিগগিরই
# নির্বাচন কবে, নির্ধারণ করবে জনগণ
# প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ‘ঐতিহাসিক ও খুবই সফল’ : প্রেস সচিব
রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিশন ‘পুরোদমে’ কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দ্রুতই এই আলোচনা হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
কমিশনের কাজের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের কাজ আগামীকাল (মঙ্গলবার, ১ অক্টোবর) থেকে শুরু করার কথা। কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সমসাময়িক বিভিন্ন ইস্যুতের প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
প্রধান উপদেষ্টা গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। ঘোষণা করা হয় ছয় কমিশনে ছয়জন প্রধানের নাম। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে। কাজ শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কিন্তু এখন পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।
শফিকুল আলম বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে, তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন। তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটুকু বলতে পারি, এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরই দেখবেন কমিশনের কাজগুলো শুরু হয়েছে।’
সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং ঋণপ্রাপ্তির বিষয়গুলোও তুলে ধরেন প্রেস সচিব।
***নির্বাচন কবে***
১৮ মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে রয়টার্সে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, ‘কত দিনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে, ১৬ মাস না ১৮ মাস পরে, এটা ঠিক করবে দেশের জনগণ।’
এছাড়া বিশ্ব নেতারা নির্বাচনের ‘টাইম ফ্রেম’ জানতে চাননি উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐকমত্য এবং জনগণসহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
***সফর ‘খুবই সফল’***
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ‘ঐতিহাসিক ও খুবই সফল হয়েছে’ উল্লেখ করে তার প্রেস সচিব বলেন, এবারের (যুক্তরাষ্ট্র) সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে ৫০টির উপর বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সবগুলো বৈঠকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি সহযোগিতা করার কথা বলেছেন। তারা সরকারকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্র মেরামতের কাজটি মহৎ কর্ম হিসেবে সম্পন্ন করতে চান ড. ইউনূস। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।’
যুক্তরাষ্ট্র সফরকালে বেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার বিষয়ে জানান প্রেস সচিব। তিনি বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন ডলার দেবে। আইএমএফ প্রধান জানিয়েছে তারা বাংলাদেশের পক্ষে আছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, পরবর্তি সংবাদ সম্মেলনগুলোতে প্রশ্ন করতে হলে ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত একটি ওয়াটসঅ্যাপ নম্বরে’ লিখিত প্রশ্ন পাঠাতে হবে। প্রাপ্ত প্রশ্নগুলো থেকে বাছাই করে দশ-বারোটি প্রশ্নের উত্তর দেয়া হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, অধিবেশনের সাইডলাইনে তিনি ৪০টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। চার দিনের সফর শেষে রোববার ভোরে দেশে ফেরেন তিনি।
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
# রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ শিগগিরই
# নির্বাচন কবে, নির্ধারণ করবে জনগণ
# প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ‘ঐতিহাসিক ও খুবই সফল’ : প্রেস সচিব
রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিশন ‘পুরোদমে’ কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দ্রুতই এই আলোচনা হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
কমিশনের কাজের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের কাজ আগামীকাল (মঙ্গলবার, ১ অক্টোবর) থেকে শুরু করার কথা। কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সমসাময়িক বিভিন্ন ইস্যুতের প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
প্রধান উপদেষ্টা গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। ঘোষণা করা হয় ছয় কমিশনে ছয়জন প্রধানের নাম। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে। কাজ শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কিন্তু এখন পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।
শফিকুল আলম বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে, তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন। তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটুকু বলতে পারি, এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরই দেখবেন কমিশনের কাজগুলো শুরু হয়েছে।’
সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং ঋণপ্রাপ্তির বিষয়গুলোও তুলে ধরেন প্রেস সচিব।
***নির্বাচন কবে***
১৮ মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে রয়টার্সে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, ‘কত দিনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে, ১৬ মাস না ১৮ মাস পরে, এটা ঠিক করবে দেশের জনগণ।’
এছাড়া বিশ্ব নেতারা নির্বাচনের ‘টাইম ফ্রেম’ জানতে চাননি উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐকমত্য এবং জনগণসহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
***সফর ‘খুবই সফল’***
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ‘ঐতিহাসিক ও খুবই সফল হয়েছে’ উল্লেখ করে তার প্রেস সচিব বলেন, এবারের (যুক্তরাষ্ট্র) সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে ৫০টির উপর বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সবগুলো বৈঠকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি সহযোগিতা করার কথা বলেছেন। তারা সরকারকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্র মেরামতের কাজটি মহৎ কর্ম হিসেবে সম্পন্ন করতে চান ড. ইউনূস। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।’
যুক্তরাষ্ট্র সফরকালে বেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার বিষয়ে জানান প্রেস সচিব। তিনি বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন ডলার দেবে। আইএমএফ প্রধান জানিয়েছে তারা বাংলাদেশের পক্ষে আছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, পরবর্তি সংবাদ সম্মেলনগুলোতে প্রশ্ন করতে হলে ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত একটি ওয়াটসঅ্যাপ নম্বরে’ লিখিত প্রশ্ন পাঠাতে হবে। প্রাপ্ত প্রশ্নগুলো থেকে বাছাই করে দশ-বারোটি প্রশ্নের উত্তর দেয়া হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, অধিবেশনের সাইডলাইনে তিনি ৪০টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। চার দিনের সফর শেষে রোববার ভোরে দেশে ফেরেন তিনি।