দিনব্যাপী আন্দোলনের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়টি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে বলে সচিব জানান।
এক প্রশ্নে সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছেন, তাদের কোন আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে সকাল ১১টার দিকে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন কয়েকশ’ চাকরিপ্রত্যাশী। এরপর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনের ফলে দিনভর যমুনার সামনের সড়ক বন্ধ থাকে। এতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে বেলা সোয়া ১টার পর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয়।
এর পর বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের যমুনার সামনে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের স্লোগান ছিল, ‘একদফা ৩৫, এক দাবি ৩৫, সবার দাবি ৩৫, মানতে হবে ৩৫’।
এ বিষরয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়।
তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে আন্দোলনকারীদের থাকতে দেয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় তারা পদক্ষেপ গ্রহণ করছেন। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বলপ্রয়োগ করা যাবে না বলে জানান ইসরাইল হাওলাদার।
আন্দোলনকারীদের সঙ্গে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
সকাল থেকে শাহবাগ এলাকায় বয়েকশ’ চাকরিপ্রার্থী নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান। একই সঙ্গে তারা শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করার দাবি করেন।
এ পর্যায়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পরে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করে প্রজ্ঞাপন
সরকারি চাকরিতে প্রবেশের ‘যৌক্তিক বয়সসীমা’ নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য একটি কমিটি গঠন করা হলো।
প্রজ্ঞানে উল্লেখ করা হয়েছে, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
দিনব্যাপী আন্দোলনের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়টি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে বলে সচিব জানান।
এক প্রশ্নে সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছেন, তাদের কোন আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে সকাল ১১টার দিকে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন কয়েকশ’ চাকরিপ্রত্যাশী। এরপর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনের ফলে দিনভর যমুনার সামনের সড়ক বন্ধ থাকে। এতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে বেলা সোয়া ১টার পর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয়।
এর পর বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের যমুনার সামনে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের স্লোগান ছিল, ‘একদফা ৩৫, এক দাবি ৩৫, সবার দাবি ৩৫, মানতে হবে ৩৫’।
এ বিষরয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়।
তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে আন্দোলনকারীদের থাকতে দেয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় তারা পদক্ষেপ গ্রহণ করছেন। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বলপ্রয়োগ করা যাবে না বলে জানান ইসরাইল হাওলাদার।
আন্দোলনকারীদের সঙ্গে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
সকাল থেকে শাহবাগ এলাকায় বয়েকশ’ চাকরিপ্রার্থী নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান। একই সঙ্গে তারা শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করার দাবি করেন।
এ পর্যায়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পরে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করে প্রজ্ঞাপন
সরকারি চাকরিতে প্রবেশের ‘যৌক্তিক বয়সসীমা’ নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য একটি কমিটি গঠন করা হলো।
প্রজ্ঞানে উল্লেখ করা হয়েছে, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।