আইন কমিশনের চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি জিনাত আরা

সংবাদ অনলাইন রিপোর্ট

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এছাড়া সাবেক বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাঈমা হককে আইন কমিশনের সদস্য নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন) এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করল। ওই পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

অপর একটি প্রজ্ঞাপনে একই আইনে সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেয়। তিনি ওই পদে অধিষ্ঠিত থাকাকালীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এছাড়াও একই আইনের ক্ষমতাবলে সরকার অধ্যাপক ড. নাঈমা হককে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। তিনিও ওই পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচনে পুলিশ ‘নিরপেক্ষতার’ প্রমাণ রাখবে: আইজিপি

» বাগেরহাট জেলা কারাগার থেকে ২৩ জন ভারতীয় জেলের মুক্তি

» সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ‘সময়টা কোথায়’, প্রশ্ন জ্বালানি উপদেষ্টার

» জাতীয় স্বার্থে কার্যকর ও জনমুখী কূটনৈতিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন

» জুলাই গণঅভ্যুত্থানে ৫ কারাগারে হামলা: পলাতক ৭শ’ আসামির এখনও হদিস নেই

» কেন্দ্রের ৪শ’ গজের বাইরে মেলা বসলে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

» জানুয়ারিতে ১২৮ এলাকায় ১৪৪ আচরণবিধি লঙ্ঘন, ৯৪ মামলা ও জরিমানা

সম্প্রতি