alt

জাতীয়

‘আয়নাঘরের’ আলামত নষ্টের প্রমাণ পেয়েছে গুম কমিশন

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে গিয়ে বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’বা বন্দিশালা-র সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। বন্দীশালা ঘুরে দেখে আলামত নষ্টের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন।

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর ১৩ কর্মদিবসে ৪০০ অভিযোগ জমা পড়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। ‘আয়নাঘর’ নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি (জেআইসি) ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে ২২টি সেল আছে।

কমিশনের সভাপতি বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র‌্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। ১ অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি। তবে সেখানে কোনো বন্দী আমরা পাইনি। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। র‌্যাবেরটায় আমরা এখনও পরিদর্শন করি নাই, সামনে করব।’

ইতোমধ্যে ১৫ সেপ্টেম্বর থেকে ভার্চুয়ালি কাজ শুরুর পর ১৩ দিনে তারা ৪০০ অভিযোগ পাওয়ার কথা বলেছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। ৭৫ জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘অনেকে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছেন, অনেকে ইমেইলে পাঠিয়েছেন। আপনারা বুঝতেছেন এটা একটা সময়সাপেক্ষ কাজ।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন, তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করছেন কিনা– এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, ‘আমরা নিজেদের নিরাপদ মনে করছি। কোনো প্রতিষ্ঠানের চাপ নেই আমাদের ওপর।’

তবে আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে।’

তিনি আরও বলেন, ‘ভিক্টিমরা বলেছিল ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। অনেকের ফোন নম্বর, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা ওখানে পাইনি। গত ৫ আগস্ট যখন রেজিম চেইঞ্জ হল, তার পরপরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।

কমিশনের সদস্য নূর খান বলেন, ‘আমরা ভুক্তভোগীর পরিচয় দিয়ে তাকে আলাদা করব না। প্রতিটি অভিযোগ আমরা শুনতে চাই। কী হয়েছিল তা জানতে চাই। কীভাবে আইন না মেনে বন্দী করে রাখা হয়েছিল তা বুঝতে চাই।’

৪০০ অভিযোগের মধ্যে অনেকগুলো ঘটনাই প্রথম সামনে এসেছে বলে জানান কমিশনের আরেক সদস্য মিজ নাবিলা ইদ্রিস। তিনি বলেন, এসব ঘটনায় এর আগে কেউ কখনও গুম নিয়ে কথা বলেননি। থানায় তাদের জিডিও নেয়া হয়নি। তিনি আরও বলেন, ‘ আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই। আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই। ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে। কেউ আসতে না পারলে ডাকযোগে, ইমেইলে অভিযোগ পাঠাতে পারেন। আমরা সেগুলোও সমান গুরুত্ব দিয়ে দেখব। আমরা ফোন করে তাদের কথাগুলো শুনে নেব।’

আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত সময়ের ঘটনা কমিশনের বিবেচনায় আনা যাবে। গত ১২ সেপ্টেম্বর অভিযোগ জানানোর প্রক্রিয়া তুলে ধরে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। অভিযোগ জানাতে প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হলেও পরে তা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

ছাত্র-জনতার আন্দোলনে গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনকালে বহু মানুষকে গুম করার অভিযোগ রয়েছে। সরকার পতনের পর ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমি দীর্ঘদিন পরে ফিরে এসে তাদেরকে ‘আয়নাঘরে’ আটকে রাখার অভিযোগ তোলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিখোঁজ অনেক মানুষের সন্ধান বের করার দাবি তোলেন গুমের শিকার ব্যক্তির স্বজনরা।

বিগত সরকার ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সময়ে নিখোঁজ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’। গত ১৩ সেপ্টেম্বর তারা জানান, ১৫৫ জন গুম হওয়া ব্যক্তি এখনও তাদের পরিবারের কাছে ফেরেনি। দ্রুত তাদের খুঁজে বের করতে হবে।

ছবি

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

বাবা-মায়ের পর মারা গেলো অগ্নিদগ্ধ শিশু বায়জিদও

ছবি

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিতে চান মুহাম্মদ ইউনূস-আনোয়ার ইব্রাহিম

ছবি

আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

ছবি

নিত্যপণ্যের ‘আগুন’ দামে পুড়ছে কম আয়ের মানুষ

ছবি

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৭ জন, মৃত্যু নেই

ছবি

মালয়েশিয়ায় ১৮ হাজার বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ

ছবি

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ৩ দিনের রিমান্ডে

ছবি

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি

ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ছবি

বিদেশি প্রতিষ্ঠানকে গ্যাসকূপ খননের কাজ দেওয়া হবে না: সরকারের সিদ্ধান্ত

ছবি

সাইবার নিরাপত্তা আইনে ১৪টি সংশোধন প্রস্তাব: বিতর্কের মধ্যে সরকারের উদ্যোগ

ছবি

দুর্গাপূজাকে কেন্দ্র করে ‘অস্থিতিশীল পরিস্থিতির’ আশঙ্কা প্রকাশ করেছে বিজিবি

ছবি

বাংলাদেশ-মালদ্বীপ-কাতার বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া শুরু

টাইম ১০০ নেক্সট ২০২৪-এ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম

ছবি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

ছবি

৫ সংস্কার কমিশনের সদস্যদের নাম দিয়ে প্রজ্ঞাপন, থাকবে শিক্ষার্থী প্রতিনিধিও

ছবি

গবেষণা: শিশুদের খেলনায় ক্ষতিকর রাসায়নিক

ছবি

অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের

গজারিয়ায় আওয়ামী লীগের ৫ কর্মী আটক,হত্যা মামলায় জেল হাজতে প্রেরণ

ছবি

ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ছবি

সাইবার নিরাপত্তা আইন বাতিল হচ্ছে: আইন উপদেষ্টা

ছবি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদত্যাগ

ছবি

পাহাড়ে সাম্প্রতিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা সুপারিশ জনসংহতি সমিতির

ছবি

বিদ্যুৎ খাতের দুর্নীতির তথ্য জনগণের কাছে চাইল পর্যালোচনা কমিটি

সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ছবি

শুক্রবার ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি

সাবেক এমপি মাসুদা সিদ্দিক রোজী ২ দিনের রিমান্ডে

ছবি

ডিসি বদলিতে আর্থিক লেনদেনের অভিযোগ ‘মূলহীন’: জনপ্রশাসন সচিব

ছবি

ডিসি নিয়োগে ঘুস লেনদেন নিয়ে খবরকে ‘ভুয়া’ বললেন জনপ্রশাসন সচিব

ছবি

উত্তাল বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, ৩ নম্বর সতর্কতা সংকেত

ছবি

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে কমিশন, ৪০০ অভিযোগ জমা পড়েছে

ছবি

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার

ছবি

জামিন পেলেন মাহমুদুর রহমান

আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি হয়নি : র‌্যাব

tab

জাতীয়

‘আয়নাঘরের’ আলামত নষ্টের প্রমাণ পেয়েছে গুম কমিশন

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে গিয়ে বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’বা বন্দিশালা-র সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। বন্দীশালা ঘুরে দেখে আলামত নষ্টের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন।

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর ১৩ কর্মদিবসে ৪০০ অভিযোগ জমা পড়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। ‘আয়নাঘর’ নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি (জেআইসি) ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে ২২টি সেল আছে।

কমিশনের সভাপতি বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র‌্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। ১ অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি। তবে সেখানে কোনো বন্দী আমরা পাইনি। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। র‌্যাবেরটায় আমরা এখনও পরিদর্শন করি নাই, সামনে করব।’

ইতোমধ্যে ১৫ সেপ্টেম্বর থেকে ভার্চুয়ালি কাজ শুরুর পর ১৩ দিনে তারা ৪০০ অভিযোগ পাওয়ার কথা বলেছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। ৭৫ জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘অনেকে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছেন, অনেকে ইমেইলে পাঠিয়েছেন। আপনারা বুঝতেছেন এটা একটা সময়সাপেক্ষ কাজ।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন, তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করছেন কিনা– এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, ‘আমরা নিজেদের নিরাপদ মনে করছি। কোনো প্রতিষ্ঠানের চাপ নেই আমাদের ওপর।’

তবে আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে।’

তিনি আরও বলেন, ‘ভিক্টিমরা বলেছিল ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। অনেকের ফোন নম্বর, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা ওখানে পাইনি। গত ৫ আগস্ট যখন রেজিম চেইঞ্জ হল, তার পরপরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।

কমিশনের সদস্য নূর খান বলেন, ‘আমরা ভুক্তভোগীর পরিচয় দিয়ে তাকে আলাদা করব না। প্রতিটি অভিযোগ আমরা শুনতে চাই। কী হয়েছিল তা জানতে চাই। কীভাবে আইন না মেনে বন্দী করে রাখা হয়েছিল তা বুঝতে চাই।’

৪০০ অভিযোগের মধ্যে অনেকগুলো ঘটনাই প্রথম সামনে এসেছে বলে জানান কমিশনের আরেক সদস্য মিজ নাবিলা ইদ্রিস। তিনি বলেন, এসব ঘটনায় এর আগে কেউ কখনও গুম নিয়ে কথা বলেননি। থানায় তাদের জিডিও নেয়া হয়নি। তিনি আরও বলেন, ‘ আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই। আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই। ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে। কেউ আসতে না পারলে ডাকযোগে, ইমেইলে অভিযোগ পাঠাতে পারেন। আমরা সেগুলোও সমান গুরুত্ব দিয়ে দেখব। আমরা ফোন করে তাদের কথাগুলো শুনে নেব।’

আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত সময়ের ঘটনা কমিশনের বিবেচনায় আনা যাবে। গত ১২ সেপ্টেম্বর অভিযোগ জানানোর প্রক্রিয়া তুলে ধরে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। অভিযোগ জানাতে প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হলেও পরে তা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

ছাত্র-জনতার আন্দোলনে গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনকালে বহু মানুষকে গুম করার অভিযোগ রয়েছে। সরকার পতনের পর ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমি দীর্ঘদিন পরে ফিরে এসে তাদেরকে ‘আয়নাঘরে’ আটকে রাখার অভিযোগ তোলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিখোঁজ অনেক মানুষের সন্ধান বের করার দাবি তোলেন গুমের শিকার ব্যক্তির স্বজনরা।

বিগত সরকার ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সময়ে নিখোঁজ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’। গত ১৩ সেপ্টেম্বর তারা জানান, ১৫৫ জন গুম হওয়া ব্যক্তি এখনও তাদের পরিবারের কাছে ফেরেনি। দ্রুত তাদের খুঁজে বের করতে হবে।

back to top