যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’ তালিকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম স্থান পেয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই নেতা ‘লিডারস’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন। টাইমের ওয়েবসাইটে গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
নাহিদ ইসলাম ছাড়াও লিডারস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো-চেয়ার লরা ট্রাম্প। টাইম-এর প্রতিবেদন অনুযায়ী, নাহিদ ইসলাম বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। নির্যাতনের শিকার হওয়ার পর তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন।
টাইম-এর প্রতিবেদনে আরও বলা হয়, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের জেনারেশন জেডের প্রতিনিধিদের একজন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার কাজ চলছে, যা গত ১৫ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহিদ ইসলাম টাইমকে জানান, “শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন, এ কথা কেউ চিন্তা করতে পারেননি।”
এবারের তালিকায় বৈশ্বিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনেকেই স্থান পেয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য মার্কিন গায়ক-গীতিকার সাবরিনা কার্পেন্টার, জাপানি অভিনেত্রী আনা সাওয়াই, এবং পাকিস্তানি অধিকারকর্মী মাহরাং বালুচ।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’ তালিকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম স্থান পেয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই নেতা ‘লিডারস’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন। টাইমের ওয়েবসাইটে গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
নাহিদ ইসলাম ছাড়াও লিডারস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো-চেয়ার লরা ট্রাম্প। টাইম-এর প্রতিবেদন অনুযায়ী, নাহিদ ইসলাম বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। নির্যাতনের শিকার হওয়ার পর তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন।
টাইম-এর প্রতিবেদনে আরও বলা হয়, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের জেনারেশন জেডের প্রতিনিধিদের একজন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার কাজ চলছে, যা গত ১৫ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহিদ ইসলাম টাইমকে জানান, “শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন, এ কথা কেউ চিন্তা করতে পারেননি।”
এবারের তালিকায় বৈশ্বিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনেকেই স্থান পেয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য মার্কিন গায়ক-গীতিকার সাবরিনা কার্পেন্টার, জাপানি অভিনেত্রী আনা সাওয়াই, এবং পাকিস্তানি অধিকারকর্মী মাহরাং বালুচ।