বাংলাদেশ শিগগিরই মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চুক্তিটি হলে মালদ্বীপ ও কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবেন।
এই চুক্তিটি প্রাথমিকভাবে ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় দেশের সম্মতিতে তা আরও ১০ বছরের জন্য নবায়ন করা যেতে পারে। চুক্তির ফলে উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকেরা নিজ নিজ দেশে তাদের সাজা ভোগ করতে পারবেন।
ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
বাংলাদেশ শিগগিরই মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চুক্তিটি হলে মালদ্বীপ ও কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবেন।
এই চুক্তিটি প্রাথমিকভাবে ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় দেশের সম্মতিতে তা আরও ১০ বছরের জন্য নবায়ন করা যেতে পারে। চুক্তির ফলে উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকেরা নিজ নিজ দেশে তাদের সাজা ভোগ করতে পারবেন।
ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।