image

বায়ুদূষণ কমাতে পুরোনো বাস ও ট্রাক সড়ক থেকে সরানোর নির্দেশ

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বায়ুদূষণ রোধে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো মালবাহী গাড়ি সড়ক থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস নবায়নের সময় বাধ্যতামূলকভাবে নির্গমন পরীক্ষা চালানোরও অনুরোধ জানানো হয়েছে। ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে সরাতে আগে অনেকবার পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর ফলাফল মেলেনি। দেশে বর্তমানে প্রায় সাড়ে চার লাখ ফিটনেসবিহীন গাড়ি রয়েছে, যা সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এর আগে, গত সরকারের সময়েও ঢাকার রাস্তায় ২০ বছরের বেশি পুরোনো বাসগুলো সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেগুলো প্রত্যাহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। নতুন উদ্যোগে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইকোনমিক লাইফ অতিক্রান্ত এসব যানবাহন সরিয়ে ফেলার বিষয়টি আবারও গুরুত্বসহকারে সামনে আনা হয়েছে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে গঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি