image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান

সংবাদ অনলাইন রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে ‘ক্ষমতায়ন: জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "উজান-ভাটির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং পানি ছাড়া সংক্রান্ত বিষয়ে পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা এবং লিঙ্গ সমতা নিয়ে প্যানেল আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি