সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৩ অক্টোবর ২০২৪

বিপিএলের ১১তম আসরের পরিকল্পনায় ইউনুসের হাত, ‘নতুনত্ব ও জনসম্পৃক্ততা’ বাড়ানোর উদ্যোগ

image

বিপিএলের ১১তম আসরের পরিকল্পনায় ইউনুসের হাত, ‘নতুনত্ব ও জনসম্পৃক্ততা’ বাড়ানোর উদ্যোগ

রোববার, ১৩ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বিপিএলের ১১তম আসরের প্রস্তুতি চলছে, তবে টুর্নামেন্টটি এখনো বিভিন্ন বিতর্ক ও সমালোচনার মধ্যে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট, যা দেশের সবচেয়ে বড়, সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে বারবার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করছে সেই বিতর্ক ঝেড়ে ফেলে একটি নতুন বিপিএল উপহার দিতে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং বিপিএল সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক সভায় অংশ নেন তিনি, যেখানে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভায় নতুন বিপিএলের একটি প্রেজেন্টেশনও দেখানো হয়েছে ক্রীড়া উপদেষ্টাকে।

সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, বিপিএলের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। তিনি বলেন, ‘বিপিএলকে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকা রাখবে, তবে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ব্যবহার না করলে সেটি দুঃখজনক হবে।’ এই ভাবনা থেকেই সম্প্রতি বিসিবির কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তিনি টুর্নামেন্টের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার কিছু তাৎক্ষণিক ধারণা দেন।

বিসিবির বিপিএল বিভাগ এই ধারণাগুলোর উপর ভিত্তি করে একটি প্রাথমিক প্রেজেন্টেশন তৈরি করেছে। দু–তিন দিনের মধ্যে এই বিষয়ে আরও আলোচনা করে চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করবে বিসিবি।

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, এবারের বিপিএলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে এবং নতুনত্ব আনার নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে দেশের সেলিব্রেটি ও কিংবদন্তি ক্রিকেটারদের যুক্ত করার বিষয়েও কথা বলেছেন তিনি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নতুন করে শুরু করার চেষ্টা করা হচ্ছে, যেখানে আমরা ভালো কিছু করতে পারব। এবারের বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে সবার সম্পৃক্ততা থাকবে।’

এ ছাড়া স্টেডিয়াম সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে কিছু কাজ করা হবে এবং দীর্ঘমেয়াদে শেরেবাংলা স্টেডিয়ামের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান