বিপিএলের ১১তম আসরের প্রস্তুতি চলছে, তবে টুর্নামেন্টটি এখনো বিভিন্ন বিতর্ক ও সমালোচনার মধ্যে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট, যা দেশের সবচেয়ে বড়, সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে বারবার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করছে সেই বিতর্ক ঝেড়ে ফেলে একটি নতুন বিপিএল উপহার দিতে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং বিপিএল সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক সভায় অংশ নেন তিনি, যেখানে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভায় নতুন বিপিএলের একটি প্রেজেন্টেশনও দেখানো হয়েছে ক্রীড়া উপদেষ্টাকে।
সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, বিপিএলের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। তিনি বলেন, ‘বিপিএলকে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকা রাখবে, তবে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ব্যবহার না করলে সেটি দুঃখজনক হবে।’ এই ভাবনা থেকেই সম্প্রতি বিসিবির কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তিনি টুর্নামেন্টের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার কিছু তাৎক্ষণিক ধারণা দেন।
বিসিবির বিপিএল বিভাগ এই ধারণাগুলোর উপর ভিত্তি করে একটি প্রাথমিক প্রেজেন্টেশন তৈরি করেছে। দু–তিন দিনের মধ্যে এই বিষয়ে আরও আলোচনা করে চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করবে বিসিবি।
ক্রীড়া উপদেষ্টা আরও জানান, এবারের বিপিএলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে এবং নতুনত্ব আনার নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে দেশের সেলিব্রেটি ও কিংবদন্তি ক্রিকেটারদের যুক্ত করার বিষয়েও কথা বলেছেন তিনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নতুন করে শুরু করার চেষ্টা করা হচ্ছে, যেখানে আমরা ভালো কিছু করতে পারব। এবারের বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে সবার সম্পৃক্ততা থাকবে।’
এ ছাড়া স্টেডিয়াম সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে কিছু কাজ করা হবে এবং দীর্ঘমেয়াদে শেরেবাংলা স্টেডিয়ামের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে।
রোববার, ১৩ অক্টোবর ২০২৪
বিপিএলের ১১তম আসরের প্রস্তুতি চলছে, তবে টুর্নামেন্টটি এখনো বিভিন্ন বিতর্ক ও সমালোচনার মধ্যে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট, যা দেশের সবচেয়ে বড়, সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে বারবার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করছে সেই বিতর্ক ঝেড়ে ফেলে একটি নতুন বিপিএল উপহার দিতে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং বিপিএল সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক সভায় অংশ নেন তিনি, যেখানে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভায় নতুন বিপিএলের একটি প্রেজেন্টেশনও দেখানো হয়েছে ক্রীড়া উপদেষ্টাকে।
সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, বিপিএলের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। তিনি বলেন, ‘বিপিএলকে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকা রাখবে, তবে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ব্যবহার না করলে সেটি দুঃখজনক হবে।’ এই ভাবনা থেকেই সম্প্রতি বিসিবির কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তিনি টুর্নামেন্টের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার কিছু তাৎক্ষণিক ধারণা দেন।
বিসিবির বিপিএল বিভাগ এই ধারণাগুলোর উপর ভিত্তি করে একটি প্রাথমিক প্রেজেন্টেশন তৈরি করেছে। দু–তিন দিনের মধ্যে এই বিষয়ে আরও আলোচনা করে চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করবে বিসিবি।
ক্রীড়া উপদেষ্টা আরও জানান, এবারের বিপিএলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে এবং নতুনত্ব আনার নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে দেশের সেলিব্রেটি ও কিংবদন্তি ক্রিকেটারদের যুক্ত করার বিষয়েও কথা বলেছেন তিনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নতুন করে শুরু করার চেষ্টা করা হচ্ছে, যেখানে আমরা ভালো কিছু করতে পারব। এবারের বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে সবার সম্পৃক্ততা থাকবে।’
এ ছাড়া স্টেডিয়াম সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে কিছু কাজ করা হবে এবং দীর্ঘমেয়াদে শেরেবাংলা স্টেডিয়ামের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে।