আন্দোলনে আহতদের অনুদান প্রদান: ১৭৬ জনকে এক কোটি ৭১ লাখ টাকা

রোববার, ১৩ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2024/October/13Oct24/news/nahid-islam-131024-01-1728830649.jpg

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১২২ জনকে অনুদানের চেক প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়।

এই দিন ১২২ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে মোট এক কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। এর মধ্যে, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ২৩ জনকে চেক প্রদান করা হয়, আর বাকি সাতজনের নাম সম্পূর্ণ না থাকায় তাদের বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। এছাড়াও, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালের মোট ৯২ জনকে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে।

https://sangbad.net.bd/images/2024/October/13Oct24/news/nahid-islam-131024-03-1728830689.jpg

নাহিদ ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আন্দোলনে আহত-নিহতদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া, আন্দোলনে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, তা খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে এবং পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হবে।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, এ পর্যন্ত ১৭৬ জন আহতকে মোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘এটি আমাদেরও’: সংস্কৃতি আবারও পাকিস্তানে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত

সম্প্রতি