বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডব্লিউএইচও) কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।
**ফৌজদারি ও আর্থিক অপরাধ**
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।’
**ডব্লিউএইচও-কে জানাতে বলা হয়েছে**
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখানে ইস্যুটা এথিক্যাল। আর্থিক অপরাধসহ কিছু অপরাধে তাকে (সায়মা ওয়াজেদ পুতুল) অভিযুক্ত করা হয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না। এ বিষয়ে ডব্লিউএইচও জরুরী কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলা হয়েছে।’
গত বছর ১ নভেম্বর সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।
**শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে**
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে। এই প্রক্রিয়াও (ফিরিয়ে আনার) চলছে।’
**জাতিসংঘের অনুসন্ধান**
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে বাংলাদেশে আসা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘের প্রতিবেদনটা হবে একটি স্বাধীন প্রতিবেদন। এখানে অন্তর্বর্তী সরকারের কোন প্রভাব থাকবে না। তারা তাদের নিজস্ব লোক দিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
সংস্কার কমিশন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কারের জন্য যে কমিশনগুলো হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর, অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজের সঙ্গে কথা বলবে।
**দল নিষিদ্ধের বিষয় রাজনৈতিক**
এ সময় রাজনৈতিক দল নিষিদ্ধ ইস্যুতে প্রেস সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক সরকার নই। তাই কোন দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার।’
**দাবি-দাওয়া শুনতে প্রস্তুত সরকার**
বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন-সংগ্রামের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রত্যেকেরই তাদের দাবি-দাওয়া জানানোর অধিকার আছে। আপনারা জানেন, গত পনেরো বছরে দুঃশাসন ও অপশাসনের ফলে অনেকের মধ্যে অনেক ধরণের ক্ষোভ জন্ম নিয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে অনুরোধ জানিয়েছেন, তারা যেন উপযুক্ত মাধ্যমে তাদের দাবিগুলো সরকারকে জানান। তাহলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোনভাবেই যেন কোন জনদুর্ভোগ না হয়, সেটার জন্য উনি আহ্বান জানিয়েছেন। একই আহ্বান আজকে একই আহ্বান পুনঃর্ব্যক্ত করছি।’
সাত কলেজের বিষয়ে আরেক প্রশ্নে আজাদ মজুমদার বলেন, ‘এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা আজ যে একটি বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে নতুন করে আপনাদের জানানোর কিছু নেই।’
**গুলি-গণপিটুনি, হত্যা ২**
এক সাংবাদিক প্রশ্ন করার আগে বলেন, ‘আজকে জাস্ট ঘন্টা দুয়েকের মধ্যে নিশ্চই আপনাদের নজরে এসেছে, মিরপুরে বাউনিয়া বাধে প্রকাশ্য এক নারীকে গুলি করে হত্যা, ঠিক তার এক ঘন্টা পরে খিলগাঁওয়ে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত, ঠিক তার আধাঘন্টা পরে কক্সবাজারে চকরিয়ায় সবজি ক্ষেত থেকে মহদেহ উদ্ধার; এরকম আরও কিছু এবং মোহাম্মদপুরের ঘটনাটাতো আপনি জানেনই। নগরবাসীরা বলছেন, এ ধরণে গুপ্তহত্যা অত্যন্ত বেড়ে গেছে এবং তারা আগে যে দাবিটি জানিয়েছিলেন যে, জননিরাপত্তা খুবই বিঘিœত হচ্ছে।’ এসব বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে আজাদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। যাতে কোন অপরাধ না ঘটে। আজকের ঘটনাগুলোর বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধের বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’
**সার্চ কমিটি**
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার পরিবার ও দলের নেতাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদকে আসামি করা হয়েছে।
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডব্লিউএইচও) কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।
**ফৌজদারি ও আর্থিক অপরাধ**
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।’
**ডব্লিউএইচও-কে জানাতে বলা হয়েছে**
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখানে ইস্যুটা এথিক্যাল। আর্থিক অপরাধসহ কিছু অপরাধে তাকে (সায়মা ওয়াজেদ পুতুল) অভিযুক্ত করা হয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না। এ বিষয়ে ডব্লিউএইচও জরুরী কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলা হয়েছে।’
গত বছর ১ নভেম্বর সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।
**শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে**
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে। এই প্রক্রিয়াও (ফিরিয়ে আনার) চলছে।’
**জাতিসংঘের অনুসন্ধান**
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে বাংলাদেশে আসা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘের প্রতিবেদনটা হবে একটি স্বাধীন প্রতিবেদন। এখানে অন্তর্বর্তী সরকারের কোন প্রভাব থাকবে না। তারা তাদের নিজস্ব লোক দিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
সংস্কার কমিশন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কারের জন্য যে কমিশনগুলো হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর, অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজের সঙ্গে কথা বলবে।
**দল নিষিদ্ধের বিষয় রাজনৈতিক**
এ সময় রাজনৈতিক দল নিষিদ্ধ ইস্যুতে প্রেস সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক সরকার নই। তাই কোন দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার।’
**দাবি-দাওয়া শুনতে প্রস্তুত সরকার**
বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন-সংগ্রামের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রত্যেকেরই তাদের দাবি-দাওয়া জানানোর অধিকার আছে। আপনারা জানেন, গত পনেরো বছরে দুঃশাসন ও অপশাসনের ফলে অনেকের মধ্যে অনেক ধরণের ক্ষোভ জন্ম নিয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে অনুরোধ জানিয়েছেন, তারা যেন উপযুক্ত মাধ্যমে তাদের দাবিগুলো সরকারকে জানান। তাহলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোনভাবেই যেন কোন জনদুর্ভোগ না হয়, সেটার জন্য উনি আহ্বান জানিয়েছেন। একই আহ্বান আজকে একই আহ্বান পুনঃর্ব্যক্ত করছি।’
সাত কলেজের বিষয়ে আরেক প্রশ্নে আজাদ মজুমদার বলেন, ‘এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা আজ যে একটি বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে নতুন করে আপনাদের জানানোর কিছু নেই।’
**গুলি-গণপিটুনি, হত্যা ২**
এক সাংবাদিক প্রশ্ন করার আগে বলেন, ‘আজকে জাস্ট ঘন্টা দুয়েকের মধ্যে নিশ্চই আপনাদের নজরে এসেছে, মিরপুরে বাউনিয়া বাধে প্রকাশ্য এক নারীকে গুলি করে হত্যা, ঠিক তার এক ঘন্টা পরে খিলগাঁওয়ে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত, ঠিক তার আধাঘন্টা পরে কক্সবাজারে চকরিয়ায় সবজি ক্ষেত থেকে মহদেহ উদ্ধার; এরকম আরও কিছু এবং মোহাম্মদপুরের ঘটনাটাতো আপনি জানেনই। নগরবাসীরা বলছেন, এ ধরণে গুপ্তহত্যা অত্যন্ত বেড়ে গেছে এবং তারা আগে যে দাবিটি জানিয়েছিলেন যে, জননিরাপত্তা খুবই বিঘিœত হচ্ছে।’ এসব বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে আজাদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। যাতে কোন অপরাধ না ঘটে। আজকের ঘটনাগুলোর বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধের বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’
**সার্চ কমিটি**
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার পরিবার ও দলের নেতাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদকে আসামি করা হয়েছে।