image

খালেদা জিয়ার আরেক মামলার কার্যক্রম বাতিল

সংবাদ অনলাইন রিপোর্ট

২০১৫ সালে দায়ের করা নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা বাতিল করেছে উচ্চ আদালত। এনিয়ে দুই দিনে তার ১২টি মামলার কার্যক্রম বাতিল হলো।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল।

এ ছাড়া আইনজীবী জয়নুল আবেদীন, জাকির হোসেন ভূঁইয়া, মাকসুদ উল্লাহসহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।

২০১৫ সালের ৩ মার্চ দারুস সালাম থানার তৎকালীন এসআই শাহ আলম বাসে আগুন দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করেন। পরে ওই মামলা বাতিল চেয়ে আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ১৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে এবং মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে মামলা বাতিল করে রায় দেওয়া হলো।

‘জাতীয়’ : আরও খবর

» আইসিজেতে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের বিচার শুরু

সম্প্রতি