“এই সময়টা বিভক্তির নয়, ব্যক্তি বা দলীয় স্বার্থ দেখারও নয়, জাতীয় স্বার্থে ঐক্যের প্রয়োজন,আমাদের দেশের আকাশে সাড়ে ১৫ বছর কালো মেঘের ছায়া ছিল। মেঘ কেটে যায়নি, আমরা সবাই সচেতন নাগরিক হিসেবে এটা টের পাচ্ছি।” বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ গণআন্দোলনে বিদায় নিলেও দেশে ‘জুলুম’ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, জাতীয় স্বার্থে ঐক্যের আওয়াজে আমরা সবার আগে থাকব ইনশা আল্লাহ।” তিনি আরও বলেন, “আমাদের এই জাতি স্বাধীনতার ৫৩ বছরে অনেক উত্থান-পতন দেখেছে। দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসত্ত্বার উত্থান-পতন হয়েছে, আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।”
‘জুলাই বিপ্লবের’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমাদের অর্জন নয়; এটি আমাদের চেষ্টার ফসল নয়। বরং এটি আল্লাহ তাআলার মেহেরবানি, যা আমরা অকপটে স্বীকার করি।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ২০২৫-২৬ সালের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে শপথ পাঠ করিয়েছেন ।
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
“এই সময়টা বিভক্তির নয়, ব্যক্তি বা দলীয় স্বার্থ দেখারও নয়, জাতীয় স্বার্থে ঐক্যের প্রয়োজন,আমাদের দেশের আকাশে সাড়ে ১৫ বছর কালো মেঘের ছায়া ছিল। মেঘ কেটে যায়নি, আমরা সবাই সচেতন নাগরিক হিসেবে এটা টের পাচ্ছি।” বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ গণআন্দোলনে বিদায় নিলেও দেশে ‘জুলুম’ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, জাতীয় স্বার্থে ঐক্যের আওয়াজে আমরা সবার আগে থাকব ইনশা আল্লাহ।” তিনি আরও বলেন, “আমাদের এই জাতি স্বাধীনতার ৫৩ বছরে অনেক উত্থান-পতন দেখেছে। দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসত্ত্বার উত্থান-পতন হয়েছে, আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।”
‘জুলাই বিপ্লবের’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমাদের অর্জন নয়; এটি আমাদের চেষ্টার ফসল নয়। বরং এটি আল্লাহ তাআলার মেহেরবানি, যা আমরা অকপটে স্বীকার করি।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ২০২৫-২৬ সালের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে শপথ পাঠ করিয়েছেন ।