image

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩৭০ রোগী হাসপাতালে ভর্তি

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। এ বছর এখন পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যক রোগীর সংখ্যা এটি। এর আগে নিকটতম ১৩১২ জন রোগী ভর্তি হয়েছিল গেল ২৯ অক্টোবর।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৭ জন, ঢাকা বিভাগে ৩৬৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ১৪৪ জন, খুলনায় ১৩৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১২২ জন রোগী ভর্তি হয়েছে। গত একদিনে সিলেট বিভাগের হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার যারা মারা গেছেন, তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার করার সুপারিশ

» ৭৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, একযোগে বহিষ্কার ৫৯

» নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা

» বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, জানালো আইসিসি

» ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

» সাবেক সচিব মহিবুলের সোয়া কোটি টাকার জমি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সম্প্রতি