দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। এ বছর এখন পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যক রোগীর সংখ্যা এটি। এর আগে নিকটতম ১৩১২ জন রোগী ভর্তি হয়েছিল গেল ২৯ অক্টোবর।
মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৭ জন, ঢাকা বিভাগে ৩৬৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ১৪৪ জন, খুলনায় ১৩৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১২২ জন রোগী ভর্তি হয়েছে। গত একদিনে সিলেট বিভাগের হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার যারা মারা গেছেন, তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত