আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ৮-১০টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বিশেষত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হবে।
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমিয়ে শীতের অনুভূতি বাড়াতে পারে।
অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং নাম দেওয়া হয় ‘দানা’। তবে এটি বাংলাদেশে না এসে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে।
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ৮-১০টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বিশেষত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হবে।
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমিয়ে শীতের অনুভূতি বাড়াতে পারে।
অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং নাম দেওয়া হয় ‘দানা’। তবে এটি বাংলাদেশে না এসে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে।