বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি সরাসরি দেখতে পারবেন আসলে কী ঘটছে। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ভুল তথ্য প্রচার করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করতে পারবে।”
সম্প্রতি এক্সে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ এখন একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে, যেখানে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও লুটপাট চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে শফিকুল আলম উল্লেখ করেন, সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে, ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নিহত হয়েছেন। তবে, নেত্র নিউজের তদন্তে দেখা গেছে, এসব মৃত্যুর পেছনে ধর্মীয় কারণ ছিল না; বরং ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক কারণ এর জন্য দায়ী।
তিনি বলেন, “আমরা চাই সংখ্যালঘু নেতারা সত্য প্রতিবেদন প্রকাশ করুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। অসত্য তথ্য যেন কেউ না ছড়ায়।”
শফিকুল আলম আরও জানান, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে এবং সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি সরাসরি দেখতে পারবেন আসলে কী ঘটছে। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ভুল তথ্য প্রচার করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করতে পারবে।”
সম্প্রতি এক্সে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ এখন একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে, যেখানে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও লুটপাট চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে শফিকুল আলম উল্লেখ করেন, সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে, ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নিহত হয়েছেন। তবে, নেত্র নিউজের তদন্তে দেখা গেছে, এসব মৃত্যুর পেছনে ধর্মীয় কারণ ছিল না; বরং ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক কারণ এর জন্য দায়ী।
তিনি বলেন, “আমরা চাই সংখ্যালঘু নেতারা সত্য প্রতিবেদন প্রকাশ করুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। অসত্য তথ্য যেন কেউ না ছড়ায়।”
শফিকুল আলম আরও জানান, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে এবং সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।