তিন পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১জন চেয়ারম্যান ও ১৪ সদস্য করে পূর্নগঠন করা হয়েছে। এতে অর্ন্তবর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলায় জিরুনা ত্রিপুরা ও বান্দরবান জেলায় অধ্যাপক থানজামা লুসাই নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বলা হয়, রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান
পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও তিন পার্বত্য জেলা পরিষদের সংশোধন আইন ১৯৯৭ এর ৬ক(৪) উপধারা ও সংশোধন আইন ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তিন পার্বত্য জেলা পরিষদের পরিষদ পুর্নগঠন করেছে। এছাড়া প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্ষন্ত পুর্নগঠিত তিন পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এর আইনের সকল সংশোধনী বিধান অনুযায়ী পরিষদের সকল দায়িত্ব পালন করবেন গঠিত কমিটি । তাছাড়া প্রজ্ঞাপণে গত ২০২০ সালের ১০ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপণ দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপণে বলা হয়েছে। জারি করা প্রজ্ঞাপণে পাহাড়ী জনগোষ্ঠীদের থেকে একজন চেয়ারম্যান, পাহাড়ী সম্প্রদায় থেকে ১০ জন ও বাঙালী সম্প্রদায় থেকে ৪ জন সদস্য এ অর্ন্তবর্তীকালীন পরিষদে রাখা হয়েছে।
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
তিন পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১জন চেয়ারম্যান ও ১৪ সদস্য করে পূর্নগঠন করা হয়েছে। এতে অর্ন্তবর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলায় জিরুনা ত্রিপুরা ও বান্দরবান জেলায় অধ্যাপক থানজামা লুসাই নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বলা হয়, রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান
পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও তিন পার্বত্য জেলা পরিষদের সংশোধন আইন ১৯৯৭ এর ৬ক(৪) উপধারা ও সংশোধন আইন ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তিন পার্বত্য জেলা পরিষদের পরিষদ পুর্নগঠন করেছে। এছাড়া প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্ষন্ত পুর্নগঠিত তিন পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এর আইনের সকল সংশোধনী বিধান অনুযায়ী পরিষদের সকল দায়িত্ব পালন করবেন গঠিত কমিটি । তাছাড়া প্রজ্ঞাপণে গত ২০২০ সালের ১০ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপণ দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপণে বলা হয়েছে। জারি করা প্রজ্ঞাপণে পাহাড়ী জনগোষ্ঠীদের থেকে একজন চেয়ারম্যান, পাহাড়ী সম্প্রদায় থেকে ১০ জন ও বাঙালী সম্প্রদায় থেকে ৪ জন সদস্য এ অর্ন্তবর্তীকালীন পরিষদে রাখা হয়েছে।