সরকার সংবাদপত্রের স্বাধীনতায় কোনো আঘাত সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্পাদক পরিষদের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম এখনো বিভিন্ন আক্রমণের মুখে রয়েছে এবং তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘‘আমরা কোনো সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করব না। আমাদের আসার পর থেকে কোনো সংবাদপত্র, টিভি চ্যানেল, বা নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি, কোনো নিউজ তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হয়নি। গত ১৫ বছরে এ ধরনের ঘটনা একটি সাধারণ রীতি হয়ে উঠেছিল।"
প্রেস সচিব আরও বলেন, ‘‘যদি কোনো সংবাদ ভুলপ্রকাশ করা হয়, আমরা যথাযথ সম্মানের সঙ্গে সংশোধনের অনুরোধ জানিয়ে থাকি। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় শতভাগ অঙ্গীকারবদ্ধ।"
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্পাদক পরিষদের বিবৃতি সরকার পর্যালোচনা করেছে এবং যেসব সংবাদমাধ্যমে হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা এলে তা দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে জানাতে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় কোনো আঘাত সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্পাদক পরিষদের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম এখনো বিভিন্ন আক্রমণের মুখে রয়েছে এবং তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘‘আমরা কোনো সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করব না। আমাদের আসার পর থেকে কোনো সংবাদপত্র, টিভি চ্যানেল, বা নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি, কোনো নিউজ তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হয়নি। গত ১৫ বছরে এ ধরনের ঘটনা একটি সাধারণ রীতি হয়ে উঠেছিল।"
প্রেস সচিব আরও বলেন, ‘‘যদি কোনো সংবাদ ভুলপ্রকাশ করা হয়, আমরা যথাযথ সম্মানের সঙ্গে সংশোধনের অনুরোধ জানিয়ে থাকি। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় শতভাগ অঙ্গীকারবদ্ধ।"
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্পাদক পরিষদের বিবৃতি সরকার পর্যালোচনা করেছে এবং যেসব সংবাদমাধ্যমে হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা এলে তা দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে জানাতে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।