ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে ডিম নিক্ষেপের ঘটনার পর এবার জাতীয় শিল্পকলার সামনে নাট্যকর্মীদের বিপরীতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একদল লোক।
আজ শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের উত্তেজনার পরিস্থিতিতে সেখানে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষের মাঝে তারা ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি শান্ত করেন।
নাট্যকর্মীরা অবস্থান নেন নাট্যশালার মেইন গেইটের সামনে। আর তাদের বিরুদ্ধে অবস্থান লোকজন দাঁড়ান দুর্নীতি দমন কমিশনের গেইটের সামনে। উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পকলা এলাকা। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত চলে এমন পরিস্থিতি।
নাট্যকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া ব্যক্তিদের একজন বলেন, ভারতের দালাল, আওয়ামী লীগের দালালদেরকে আমরা এখানে থাকতে দেব না। জুলাইয়ে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেব না।
পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি একজন আইনজীবী এবং সাধারণ মানুষ। রাজনৈতিকভাবে একটি দলের কর্মী। কিন্তু সেই পরিচয় এখানে বলব না। আমি সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি।
বিক্ষোভে অংশ নেওয়া শফিক নামে একজন বলেন, দেশ বাংলা নাট্যদলের (সঠিক নাম ‘দেশ নাটক’) এহসান বাবু আওয়ামী লীগের দালাল। তার নাটক এখানে হতে দেওয়া হবে না।
শফিকের পুরো পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাধারণ জনতা’ বলে দাবি করেন।
এদিকে নাট্যশালার সামনে ডিম নিক্ষেপের ঘটনার পর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন। তিনি বলেন, আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।
সেইসঙ্গে শনিবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করবে গ্রুপ থিয়েটার ফেডারেশন।
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে ডিম নিক্ষেপের ঘটনার পর এবার জাতীয় শিল্পকলার সামনে নাট্যকর্মীদের বিপরীতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একদল লোক।
আজ শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের উত্তেজনার পরিস্থিতিতে সেখানে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষের মাঝে তারা ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি শান্ত করেন।
নাট্যকর্মীরা অবস্থান নেন নাট্যশালার মেইন গেইটের সামনে। আর তাদের বিরুদ্ধে অবস্থান লোকজন দাঁড়ান দুর্নীতি দমন কমিশনের গেইটের সামনে। উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পকলা এলাকা। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত চলে এমন পরিস্থিতি।
নাট্যকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া ব্যক্তিদের একজন বলেন, ভারতের দালাল, আওয়ামী লীগের দালালদেরকে আমরা এখানে থাকতে দেব না। জুলাইয়ে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেব না।
পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি একজন আইনজীবী এবং সাধারণ মানুষ। রাজনৈতিকভাবে একটি দলের কর্মী। কিন্তু সেই পরিচয় এখানে বলব না। আমি সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি।
বিক্ষোভে অংশ নেওয়া শফিক নামে একজন বলেন, দেশ বাংলা নাট্যদলের (সঠিক নাম ‘দেশ নাটক’) এহসান বাবু আওয়ামী লীগের দালাল। তার নাটক এখানে হতে দেওয়া হবে না।
শফিকের পুরো পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাধারণ জনতা’ বলে দাবি করেন।
এদিকে নাট্যশালার সামনে ডিম নিক্ষেপের ঘটনার পর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন। তিনি বলেন, আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।
সেইসঙ্গে শনিবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করবে গ্রুপ থিয়েটার ফেডারেশন।