রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহসপতিবার সন্ধার পর গোপনে হাতে হ্যান্ডকাপ ও শরীরে বুলেট প্রæপ জ্যাকেট ছাড়াই রংপুর মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠি্যেছে।
গনমাধ্যম কর্মীদের বিকেল পর্যন্ত বসিয়ে রেখে কোন তথ্য না দেবার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার জাকির হোসেনের কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সন্মিলিত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
এর আগে পিবিআই আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামী বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে দুপুরে আদালতে হাজির করবে বলে জানালেও বিকেল পর্যন্ত গনমাধ্যম কর্মীরা আদালত চত্বরে অবস্থান করে চলে যায়।
এর পর সন্ধার পর গোপনে পিবিআই আসামীকে ভ্যানে না এনে পিবিআইয়ের গাড়িতে করে আদালতে নিয়ে এসে সরাসরি রংপুর মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে নিয়ে আসে। এ সময় আসামীর হাতে হাত কড়া পড়ান্ োছিলোনা। এমনকি তার মাথায় পুলিশের হেলমেট ও শরীরে পুলিশের কোন বুলেট প্রæফ জ্যাকেটও ছিলোনা। তাকে জামাই আদরে হাটিয়ে আদালতে নেয়া হয়। এরপর আবারো তাকে হ্যান্ড কাপ ছাড়াই আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামী বুক ফুলিয়ে প্যান্টের পকেটে হাত রেখে আদালত থেকে বেরিয়ে পিবিআইয়ের গাড়িতে উঠে বসেন এরপর তাকে জামাই আদর করে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।
শহীদ আবু সাইদ হত্যা মামলার বাদী পক্ষের আইনজিবী শামীম আল মামুন এ্যাডভোকেট জানান ৩দিনের রিমান্ড শেষে আসামী শরীফুল ইসলামকে আদালতে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন পিবিআই পুলিশের সহযোগীতায় আদালতে হাজির করেন। তিনি আর নতুন করে রিমান্ড আবেদন না করে আসীকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামী শরীফুল ইসলামে পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার সন্ধায় শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামী বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে নগরীর ৪ তলা মোড় এলাকার বাসা থেকে আটক করে। পরেরদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড এ জিজ্ঞাসাবাদের আবেদন করে পিবিআই। বিজ্ঞ বিচারক তাকে ৩ দিনের রিমান্ড মজ্ঞুর করেন।
অন্যদিকে গত মঙ্গলবার বিকেলে আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন বাদী পক্ষের আইনজিবী শামীম আল মামুন ও রোকনুজ্জামান। বাদী পক্ষের আইনজিবী রোকনুজ্জামান এ্যাডভোকেট আদালতে শুনানীতে অংশ নিয়ে বলেন আসামী শরীফুল ইসলাম ঘটনার সময় বেরোবির প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। তিনি আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্র লীগের ক্যাডারদের বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলকারীদের উপর হামলায় প্রত্যাক্ষ ভাবে সহায়তা করেছেন। তার প্রত্যাক্ষ নির্দ্দেশেই আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়। যেদিন আবু সাইদ নিহত হয় সেই দিন ১৬ জুলাই তারিখের সিসি টিভির ফুটেজে সাবেক প্রক্টর আসামী শরীফুল ইসলামকে বৈষম্য বিরোধী আন্দোলন কারীদের দমাতে পুলিশের সাথে অবস্থান করতে দেখা গেছে। সে কারনে আবু সাইদ হত্যার ঘটনায় আরো কারা কারা এবং কোন কোন পুলিশ কর্মকর্তা আর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছিলো তার বিস্তারিত জানতে আসামীকে ৫ দিনের রিমান্ডে দেয়ার আবেদন জানান। তিনি বলেন আসামী শরীফুল ইসলাম প্রক্টর হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষে অবস্থান নিয়ে আবু সাইদকে হত্যার ঘটনায় সরাসরি সংপৃক্ত ছিলেন বলে অভিযোগ করে বলেন তার বিরুদ্ধে ১৬ জুলাই ২টা ১৬ মিনিটের সিসি টিভির ফুটেজেই প্রমানিত হয় তিনিও আবু সাইদ হত্যার সাথে জড়িত।
গনমাধ্যম কর্মীদের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের রহস্যজনক আচরনঃ।
গত সোমবার বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অনতম প্রধান আসামী শরীফুল ইসলামকে গ্রেফতার করার পর গনমাধ্যম কর্মীরা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের সাথে অনেকবার তার সরকারী ও ব্যাক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে এ প্রতিনিধিকে তিনি জানান সর্ব্বচ্য দুপুর ১২টার মধ্যে আসামীকে হাজির করা হবে। কিন্তু শতাধিক গনমাধ্যম কর্মীকে আদালত চত্বরে বসিয়ে রেখে বিকেল ৪টা ৫৭ মিনিটে মাথায় হেলমেট পড়িয়ে শরীরে পুলিশ প্রূভ জ্যাকেট ও হাকে হ্যান্ড কাপ পড়িয়ে আদালতে নিয়ে আসেন। এর আগে বেরোবির শিক্ষার্থীরা পিবিআই কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি কয়েকজন শিক্ষার্থীর ডেকে নিয়ে গ্রেফতারের কারন জানান। সেখানে উপস্থিত এ প্রতিনিধি সহ শতাধিক গনমাধ্যম কর্মী তার সাথে দেখা করে তার বক্তব্য জানার জন্য বললে তিনি কথা বলতে অস্বিকৃতি জানান। বৃহসপতিবারও তিনি গনমাধ্যম কর্মীদের ফোন রিসিভ করেননি। আসামীকে গোপনে জামাই আদর করে আদালতে হাজির করার ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের গনমাধ্যম কমৃীদের সাথে কথা না বলা দিনভর আদালত চত্বরে বসিয়ে রাখার ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহার মান্নান রংপুর সন্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক প্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু তীব্র ক্ষোভ প্রকাশ করে পিবিআই পুলিশ সুপার জাকির হোসেনের আচরনের তীব্র ক্ষোভ প্রকাশ করে পেশাগত দায়িত্ব পালনে গনমাধ্যম কর্মীদের সহায়তা না করার ব্যাপারে তথ্য উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহসপতিবার সন্ধার পর গোপনে হাতে হ্যান্ডকাপ ও শরীরে বুলেট প্রæপ জ্যাকেট ছাড়াই রংপুর মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠি্যেছে।
গনমাধ্যম কর্মীদের বিকেল পর্যন্ত বসিয়ে রেখে কোন তথ্য না দেবার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার জাকির হোসেনের কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সন্মিলিত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
এর আগে পিবিআই আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামী বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে দুপুরে আদালতে হাজির করবে বলে জানালেও বিকেল পর্যন্ত গনমাধ্যম কর্মীরা আদালত চত্বরে অবস্থান করে চলে যায়।
এর পর সন্ধার পর গোপনে পিবিআই আসামীকে ভ্যানে না এনে পিবিআইয়ের গাড়িতে করে আদালতে নিয়ে এসে সরাসরি রংপুর মেট্রোপলিটান আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে নিয়ে আসে। এ সময় আসামীর হাতে হাত কড়া পড়ান্ োছিলোনা। এমনকি তার মাথায় পুলিশের হেলমেট ও শরীরে পুলিশের কোন বুলেট প্রæফ জ্যাকেটও ছিলোনা। তাকে জামাই আদরে হাটিয়ে আদালতে নেয়া হয়। এরপর আবারো তাকে হ্যান্ড কাপ ছাড়াই আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামী বুক ফুলিয়ে প্যান্টের পকেটে হাত রেখে আদালত থেকে বেরিয়ে পিবিআইয়ের গাড়িতে উঠে বসেন এরপর তাকে জামাই আদর করে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।
শহীদ আবু সাইদ হত্যা মামলার বাদী পক্ষের আইনজিবী শামীম আল মামুন এ্যাডভোকেট জানান ৩দিনের রিমান্ড শেষে আসামী শরীফুল ইসলামকে আদালতে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন পিবিআই পুলিশের সহযোগীতায় আদালতে হাজির করেন। তিনি আর নতুন করে রিমান্ড আবেদন না করে আসীকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামী শরীফুল ইসলামে পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার সন্ধায় শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামী বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে নগরীর ৪ তলা মোড় এলাকার বাসা থেকে আটক করে। পরেরদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড এ জিজ্ঞাসাবাদের আবেদন করে পিবিআই। বিজ্ঞ বিচারক তাকে ৩ দিনের রিমান্ড মজ্ঞুর করেন।
অন্যদিকে গত মঙ্গলবার বিকেলে আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন বাদী পক্ষের আইনজিবী শামীম আল মামুন ও রোকনুজ্জামান। বাদী পক্ষের আইনজিবী রোকনুজ্জামান এ্যাডভোকেট আদালতে শুনানীতে অংশ নিয়ে বলেন আসামী শরীফুল ইসলাম ঘটনার সময় বেরোবির প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। তিনি আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্র লীগের ক্যাডারদের বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলকারীদের উপর হামলায় প্রত্যাক্ষ ভাবে সহায়তা করেছেন। তার প্রত্যাক্ষ নির্দ্দেশেই আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়। যেদিন আবু সাইদ নিহত হয় সেই দিন ১৬ জুলাই তারিখের সিসি টিভির ফুটেজে সাবেক প্রক্টর আসামী শরীফুল ইসলামকে বৈষম্য বিরোধী আন্দোলন কারীদের দমাতে পুলিশের সাথে অবস্থান করতে দেখা গেছে। সে কারনে আবু সাইদ হত্যার ঘটনায় আরো কারা কারা এবং কোন কোন পুলিশ কর্মকর্তা আর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছিলো তার বিস্তারিত জানতে আসামীকে ৫ দিনের রিমান্ডে দেয়ার আবেদন জানান। তিনি বলেন আসামী শরীফুল ইসলাম প্রক্টর হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষে অবস্থান নিয়ে আবু সাইদকে হত্যার ঘটনায় সরাসরি সংপৃক্ত ছিলেন বলে অভিযোগ করে বলেন তার বিরুদ্ধে ১৬ জুলাই ২টা ১৬ মিনিটের সিসি টিভির ফুটেজেই প্রমানিত হয় তিনিও আবু সাইদ হত্যার সাথে জড়িত।
গনমাধ্যম কর্মীদের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের রহস্যজনক আচরনঃ।
গত সোমবার বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অনতম প্রধান আসামী শরীফুল ইসলামকে গ্রেফতার করার পর গনমাধ্যম কর্মীরা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের সাথে অনেকবার তার সরকারী ও ব্যাক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে এ প্রতিনিধিকে তিনি জানান সর্ব্বচ্য দুপুর ১২টার মধ্যে আসামীকে হাজির করা হবে। কিন্তু শতাধিক গনমাধ্যম কর্মীকে আদালত চত্বরে বসিয়ে রেখে বিকেল ৪টা ৫৭ মিনিটে মাথায় হেলমেট পড়িয়ে শরীরে পুলিশ প্রূভ জ্যাকেট ও হাকে হ্যান্ড কাপ পড়িয়ে আদালতে নিয়ে আসেন। এর আগে বেরোবির শিক্ষার্থীরা পিবিআই কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি কয়েকজন শিক্ষার্থীর ডেকে নিয়ে গ্রেফতারের কারন জানান। সেখানে উপস্থিত এ প্রতিনিধি সহ শতাধিক গনমাধ্যম কর্মী তার সাথে দেখা করে তার বক্তব্য জানার জন্য বললে তিনি কথা বলতে অস্বিকৃতি জানান। বৃহসপতিবারও তিনি গনমাধ্যম কর্মীদের ফোন রিসিভ করেননি। আসামীকে গোপনে জামাই আদর করে আদালতে হাজির করার ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেনের গনমাধ্যম কমৃীদের সাথে কথা না বলা দিনভর আদালত চত্বরে বসিয়ে রাখার ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহার মান্নান রংপুর সন্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক প্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু তীব্র ক্ষোভ প্রকাশ করে পিবিআই পুলিশ সুপার জাকির হোসেনের আচরনের তীব্র ক্ষোভ প্রকাশ করে পেশাগত দায়িত্ব পালনে গনমাধ্যম কর্মীদের সহায়তা না করার ব্যাপারে তথ্য উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।