চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতরে-বাইরে থেকে ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি–সম্পর্কিত মতবিনিময় সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের বাইরের এবং দেশের ভেতরের দু-একটি পার্টি আছে, তাদের ইন্ধন থাকত পারে। এ ছাড়া যাদের ব্যান (নিষিদ্ধ) করা হয়েছে, তাদের থেকেও হয়তো কিছুটা ইন্ধন আছে।
ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছুর পেছনে ইন্ধন বিষয়টি তিনি বলতে চাচ্ছেন না। ওই পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেটার ফলপ্রসূ সমাধান হয়েছে।
তিনি বলেন, ‘ছাত্র-জনতা আমাদেরই ভাই, ছেলে, মেয়ে ও স্বজন। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাদের বোঝাতে হবে। তারা খুবই বুদ্ধিমান। এ জন্য তারা আজ বুঝতে পেরেছে এবং নিজেরা নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করেছে।’
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতরে-বাইরে থেকে ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি–সম্পর্কিত মতবিনিময় সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের বাইরের এবং দেশের ভেতরের দু-একটি পার্টি আছে, তাদের ইন্ধন থাকত পারে। এ ছাড়া যাদের ব্যান (নিষিদ্ধ) করা হয়েছে, তাদের থেকেও হয়তো কিছুটা ইন্ধন আছে।
ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছুর পেছনে ইন্ধন বিষয়টি তিনি বলতে চাচ্ছেন না। ওই পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেটার ফলপ্রসূ সমাধান হয়েছে।
তিনি বলেন, ‘ছাত্র-জনতা আমাদেরই ভাই, ছেলে, মেয়ে ও স্বজন। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাদের বোঝাতে হবে। তারা খুবই বুদ্ধিমান। এ জন্য তারা আজ বুঝতে পেরেছে এবং নিজেরা নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করেছে।’