বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং অসহায়-দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব বলেন, “চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদি কেউ রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত থাকে, তার পদ বা সম্প্রদায় বিবেচনা করা হবে না—যত বড় নেতাই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা বৈষম্যহীন গণতন্ত্রের পক্ষে কাজ করছি। অতীতে বিশেষ কিছু জেলার উন্নয়ন হয়েছে, যেখানে মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমরা বৈষম্য দূর করে সমগ্র দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
রংপুরকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসিফ মাহমুদ উল্লেখ করেন, “বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। রংপুরবাসীকে আর কোনো বৈষম্যের শিকার হতে হবে না।”
তিনি ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়নে বিকল্প সেবা ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং অসহায়-দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব বলেন, “চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদি কেউ রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত থাকে, তার পদ বা সম্প্রদায় বিবেচনা করা হবে না—যত বড় নেতাই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা বৈষম্যহীন গণতন্ত্রের পক্ষে কাজ করছি। অতীতে বিশেষ কিছু জেলার উন্নয়ন হয়েছে, যেখানে মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আমরা বৈষম্য দূর করে সমগ্র দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
রংপুরকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসিফ মাহমুদ উল্লেখ করেন, “বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। রংপুরবাসীকে আর কোনো বৈষম্যের শিকার হতে হবে না।”
তিনি ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়নে বিকল্প সেবা ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।