বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ রাষ্ট্রদূতের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সোমবার। এ ধরনের আলোচনা এই প্রথম, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, বৈঠকে ইইউ-এর ২৭ সদস্য রাষ্ট্র এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত থাকবেন। এছাড়া দিল্লি থেকে অনাবাসী ২০ রাষ্ট্রদূতও এই আলোচনায় অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, “এই যৌথ সভা বাংলাদেশের সঙ্গে ইইউ-এর সম্পর্ক আরও গভীর করবে। এতে এলডিসি উত্তোরণ পরবর্তী বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যতের মতো বিষয়গুলোতে আলোচনা হবে।”
ভিসা প্রক্রিয়ায় অগ্রগতি
বৈঠকের পাশাপাশি বাংলাদেশের ভিসা সমস্যা সমাধানে আন্তর্জাতিক অগ্রগতির কথাও তুলে ধরা হয়। বুলগেরিয়া ও রোমানিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশে ভিসা প্রদান শুরু করেছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস এবং থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত রোমানীয় দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে।
এছাড়া জানুয়ারি ২০২৫ থেকে বুলগেরিয়া ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশে সরাসরি ভিসা কার্যক্রম চালু করতে সম্মত হয়েছে। কাজাখস্তানও তাদের ব্যাংকক দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে সম্মতি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা ইউনূস এর আগে তার ভাষণে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন সমর্থন বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি।”
এ বৈঠক বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ রাষ্ট্রদূতের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সোমবার। এ ধরনের আলোচনা এই প্রথম, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, বৈঠকে ইইউ-এর ২৭ সদস্য রাষ্ট্র এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত থাকবেন। এছাড়া দিল্লি থেকে অনাবাসী ২০ রাষ্ট্রদূতও এই আলোচনায় অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, “এই যৌথ সভা বাংলাদেশের সঙ্গে ইইউ-এর সম্পর্ক আরও গভীর করবে। এতে এলডিসি উত্তোরণ পরবর্তী বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যতের মতো বিষয়গুলোতে আলোচনা হবে।”
ভিসা প্রক্রিয়ায় অগ্রগতি
বৈঠকের পাশাপাশি বাংলাদেশের ভিসা সমস্যা সমাধানে আন্তর্জাতিক অগ্রগতির কথাও তুলে ধরা হয়। বুলগেরিয়া ও রোমানিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশে ভিসা প্রদান শুরু করেছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস এবং থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত রোমানীয় দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে।
এছাড়া জানুয়ারি ২০২৫ থেকে বুলগেরিয়া ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশে সরাসরি ভিসা কার্যক্রম চালু করতে সম্মত হয়েছে। কাজাখস্তানও তাদের ব্যাংকক দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে সম্মতি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা ইউনূস এর আগে তার ভাষণে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন সমর্থন বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি।”
এ বৈঠক বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।