রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে রেলপথ মন্ত্রণালয়। এ নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রেলওয়ের দখলকৃত জমি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে রেলওয়ের জমিতে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের মোট জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। এর মধ্যে ৩০ হাজার ৭৬৮ দশমিক ৫১ একর জমি ব্যবহৃত হচ্ছে এবং ১৩ হাজার ২৩ একর জমি ইজারা বা অনুমতিপ্রাপ্ত। অবশিষ্ট জমি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দখলকৃত জমি উদ্ধার করে রেলওয়ের অবকাঠামো উন্নয়ন এবং কার্যক্রমে আরও গতি আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে রেলপথ মন্ত্রণালয়। এ নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রেলওয়ের দখলকৃত জমি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে রেলওয়ের জমিতে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের মোট জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। এর মধ্যে ৩০ হাজার ৭৬৮ দশমিক ৫১ একর জমি ব্যবহৃত হচ্ছে এবং ১৩ হাজার ২৩ একর জমি ইজারা বা অনুমতিপ্রাপ্ত। অবশিষ্ট জমি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দখলকৃত জমি উদ্ধার করে রেলওয়ের অবকাঠামো উন্নয়ন এবং কার্যক্রমে আরও গতি আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।