image

ব্যবসা-বাণিজ্য বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে: সাখাওয়াত হোসেন

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ব্যবসা-বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিলে ভারতেরও অর্থনৈতিক ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “ভারত যদি আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে চায়, ক্ষতিগ্রস্ত শুধু বাংলাদেশ নয়, ভারতও হবে। এত বড় একটি বাজার তারা বন্ধ করবে বলে মনে হয় না।”

গরু আমদানি বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, “গরু বন্ধ করার পরও আমাদের গরুর চাহিদা পূরণ হচ্ছে। ভারত এই বাণিজ্য বন্ধ করলে তাদের হাজার হাজার শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। রাজনীতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব তাদের অর্থনীতিতেও পড়বে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে অবরোধ করা হলে তাদেরই বেশি ক্ষতি হবে। আমি মনে করি না ব্যবসায়ীরা এ ধরনের সিদ্ধান্তকে সমর্থন করবেন।”

শনিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যমত্য প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত্য না হলে দেশের উন্নয়নের পথ এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছেন, এটা একটি বড় উদাহরণ।”

এ সময় তিনি ভোমরা স্থলবন্দরের কাস্টমস, ইমিগ্রেশন এবং অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি