রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী রোববার (১৫ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী সাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে ভেদে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, ১৫ ডিসেম্বর চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন হবে। এতে কর্মজীবী ও রাজধানীতে যাওয়া যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী রোববার (১৫ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী সাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে ভেদে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, ১৫ ডিসেম্বর চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন হবে। এতে কর্মজীবী ও রাজধানীতে যাওয়া যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।