গত জানুয়ারি মাসে নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে তাদের কুচকাওয়াজ স্থগিত করা হয়। কুচকাওয়াজ বন্ধ করা পুলিশ কনস্টেবলদের সংখ্যা ৩ হাজারেরও বেশি হবে। এই নিয়ে পুলিশ ট্রেনিং সেন্টার ও একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য মতে, পুলিশ ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ এ নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪ জুন তারিখ থেকে পুলিশের ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুরু হয়।
প্রতিষ্ঠান গুলো হলো, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, পুলিশ ট্রেনিং সেন্টার (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর) পিএসটিস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিএস খাগড়াছড়িতে চলামান রয়েছে।
চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ আগামী ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল।
অনিবার্য কারণবসত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ সময় পরবর্তীতে জানানো হবে।
কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। পুলিশ হেডকোয়াটার্সের এই আদেশের কপি সারদা পুলিশ একাডেমির প্রধানসহ পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্র জানায়, গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় নানা কারনে প্রশিক্ষণ নিতে পারেনি। ওই প্রশিক্ষণ পুরোপুরি শেষ হওয়ার পর তাদের সমাপনী অনুষ্ঠান হবে না। অন্য এক সূত্র জানায়, এর আগেও রাজশাহীতে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও এএসপিদের কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। সেখানে প্রশিক্ষণের সময় বিশৃঙ্খলার অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৫২ প্রশিক্ষণার্থী (আউটসাইড ক্যাডেট) এসআইকে অব্যাহতি দেয়ার কারণ হিসেবে ‘শৃঙ্খলাভঙ্গের’ কথা জানিয়েছেন পুলিশ একাডেমি। পুলিশ জানিয়েছেন, সমাপনী কুচকাওয়াজের অনুশীলন প্যারেডে ‘নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণে ২৫২ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ওই ব্যাচে মোট ৮০৪ জন এসআই পদে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তাদের তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছিল। এখন সব মিলিয়ে অব্যাহতি পেলেন মোট ২৫৫ জন।
এর আগে সারদায় অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
গত জানুয়ারি মাসে নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে তাদের কুচকাওয়াজ স্থগিত করা হয়। কুচকাওয়াজ বন্ধ করা পুলিশ কনস্টেবলদের সংখ্যা ৩ হাজারেরও বেশি হবে। এই নিয়ে পুলিশ ট্রেনিং সেন্টার ও একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য মতে, পুলিশ ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ এ নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪ জুন তারিখ থেকে পুলিশের ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুরু হয়।
প্রতিষ্ঠান গুলো হলো, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, পুলিশ ট্রেনিং সেন্টার (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর) পিএসটিস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিএস খাগড়াছড়িতে চলামান রয়েছে।
চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ আগামী ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল।
অনিবার্য কারণবসত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ সময় পরবর্তীতে জানানো হবে।
কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। পুলিশ হেডকোয়াটার্সের এই আদেশের কপি সারদা পুলিশ একাডেমির প্রধানসহ পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্র জানায়, গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় নানা কারনে প্রশিক্ষণ নিতে পারেনি। ওই প্রশিক্ষণ পুরোপুরি শেষ হওয়ার পর তাদের সমাপনী অনুষ্ঠান হবে না। অন্য এক সূত্র জানায়, এর আগেও রাজশাহীতে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও এএসপিদের কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। সেখানে প্রশিক্ষণের সময় বিশৃঙ্খলার অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৫২ প্রশিক্ষণার্থী (আউটসাইড ক্যাডেট) এসআইকে অব্যাহতি দেয়ার কারণ হিসেবে ‘শৃঙ্খলাভঙ্গের’ কথা জানিয়েছেন পুলিশ একাডেমি। পুলিশ জানিয়েছেন, সমাপনী কুচকাওয়াজের অনুশীলন প্যারেডে ‘নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণে ২৫২ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ওই ব্যাচে মোট ৮০৪ জন এসআই পদে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তাদের তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছিল। এখন সব মিলিয়ে অব্যাহতি পেলেন মোট ২৫৫ জন।
এর আগে সারদায় অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়।