বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন এ দুই খাতের জন্য পৃথক কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সদস্যসচিব মো. মোখলেস উর রহমান।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পেশাদারদের এক ক্যাডারে রাখা যৌক্তিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, "একজন চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার ও জেনারেল ফিজিশিয়ানের পদোন্নতির ক্ষেত্রে সমতা নেই। তাই এই খাতগুলোকে ক্যাডারব্যবস্থা থেকে আলাদা করার প্রয়োজন। এটি বিশেষায়িত সেবা, যেখানে আলাদা কাঠামো দরকার।"
কমিশন মনে করে, অন্যান্য ক্যাডার বহাল রাখা হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে পৃথক কাঠামো থাকা উচিত।
এ বিষয়ে সদস্যসচিব মোখলেস উর রহমান বলেন, "জুডিশিয়াল সার্ভিস কমিশন যেমন আলাদা করা হয়েছে, তেমনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের জন্যও আলাদা কমিশন গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।"
কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দক্ষতা ও পেশাগত মানোন্নয়ন আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন এ দুই খাতের জন্য পৃথক কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সদস্যসচিব মো. মোখলেস উর রহমান।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পেশাদারদের এক ক্যাডারে রাখা যৌক্তিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, "একজন চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার ও জেনারেল ফিজিশিয়ানের পদোন্নতির ক্ষেত্রে সমতা নেই। তাই এই খাতগুলোকে ক্যাডারব্যবস্থা থেকে আলাদা করার প্রয়োজন। এটি বিশেষায়িত সেবা, যেখানে আলাদা কাঠামো দরকার।"
কমিশন মনে করে, অন্যান্য ক্যাডার বহাল রাখা হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে পৃথক কাঠামো থাকা উচিত।
এ বিষয়ে সদস্যসচিব মোখলেস উর রহমান বলেন, "জুডিশিয়াল সার্ভিস কমিশন যেমন আলাদা করা হয়েছে, তেমনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের জন্যও আলাদা কমিশন গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।"
কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দক্ষতা ও পেশাগত মানোন্নয়ন আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।