স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে অবস্থানের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো।
মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “উনি কোথায় ছিলেন, সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। যদি আমরা জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হতো। নির্দিষ্ট তথ্য দিলে আমরা কখনোই কাউকে ছাড় দিইনি।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য আরও দুই মাস সময় দিয়েছে। একই সঙ্গে ওবায়দুল কাদেরের বিদেশে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ১৫ দিনের মধ্যে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে এবং যে কোনো ধরনের অপরাধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশের পলাতক সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, “পালিয়ে থাকা পুলিশ সদস্যরা অপরাধী হিসেবে চিহ্নিত। তাদের খোঁজ পেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।”
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগের চেয়ে পুলিশ বাহিনীর মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে।"
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আগামী দিনের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে অবস্থানের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো।
মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “উনি কোথায় ছিলেন, সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। যদি আমরা জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হতো। নির্দিষ্ট তথ্য দিলে আমরা কখনোই কাউকে ছাড় দিইনি।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য আরও দুই মাস সময় দিয়েছে। একই সঙ্গে ওবায়দুল কাদেরের বিদেশে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ১৫ দিনের মধ্যে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে এবং যে কোনো ধরনের অপরাধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশের পলাতক সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, “পালিয়ে থাকা পুলিশ সদস্যরা অপরাধী হিসেবে চিহ্নিত। তাদের খোঁজ পেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।”
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগের চেয়ে পুলিশ বাহিনীর মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে।"
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আগামী দিনের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”