২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।
সাত সদস্যের এ কমিশনে বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে প্রধান করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া সামরিক বাহিনীর দুজন, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং পুলিশের শীর্ষ এক শীর্ষ কর্মকর্তা কমিশনে থাকছেন।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।
সাত সদস্যের এ কমিশনে বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে প্রধান করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া সামরিক বাহিনীর দুজন, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং পুলিশের শীর্ষ এক শীর্ষ কর্মকর্তা কমিশনে থাকছেন।