পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেছেন, সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অ৷জ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশকে স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ন্যায়বিচার, মানবাধিকার ও ঐক্যের ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে কাজ করছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি যেখানে ১৯৭১ সালের বিজয়ের সঙ্গে আমাদের সামনে রয়েছে জুলাই-আগস্ট ২০২৪ সময়ের যুগান্তকারী মুহূর্তগুলো।
এটি দেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে।
এই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পূর্ণরূপে বিকশিত হয়েছে বলেও যোগ করেন এম জসীম উদ্দিন।
পররাষ্ট্র সচিব বলেন, গণমাধ্যম সবসময়ই সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশেষ করে, কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। এই সকল প্রচেষ্টা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, ডিক্যাবের সময়োপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। একইসঙ্গে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও ডিক্যাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জসীম উদ্দিন বলেন, আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানাতে সহায়তা করছে না, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করছে।
তিন সাংবাদিক পেলেন মিডিয়া অ্যাওয়ার্ড
অনুষ্ঠানে বিজয়ী তিনজন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন জসীম উদ্দিন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, টেলিভিশন ক্যাটাগরিতে মাশরেক রাহাত ও অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেছেন, সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অ৷জ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশকে স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ন্যায়বিচার, মানবাধিকার ও ঐক্যের ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে কাজ করছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি যেখানে ১৯৭১ সালের বিজয়ের সঙ্গে আমাদের সামনে রয়েছে জুলাই-আগস্ট ২০২৪ সময়ের যুগান্তকারী মুহূর্তগুলো।
এটি দেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে।
এই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পূর্ণরূপে বিকশিত হয়েছে বলেও যোগ করেন এম জসীম উদ্দিন।
পররাষ্ট্র সচিব বলেন, গণমাধ্যম সবসময়ই সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিশেষ করে, কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। এই সকল প্রচেষ্টা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, ডিক্যাবের সময়োপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। একইসঙ্গে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও ডিক্যাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জসীম উদ্দিন বলেন, আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানাতে সহায়তা করছে না, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করছে।
তিন সাংবাদিক পেলেন মিডিয়া অ্যাওয়ার্ড
অনুষ্ঠানে বিজয়ী তিনজন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন জসীম উদ্দিন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, টেলিভিশন ক্যাটাগরিতে মাশরেক রাহাত ও অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।