সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিধিনিষেধ আরোপের পর শিগগিরই নতুন করে আবেদন নিয়ে সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
গত বুধবার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে এটি ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসাবে বিবেচনা করে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, ‘বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করা হবে। নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুর জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আবেদন আহ্বান করা হবে।’
বার্তায় আরও বলা হয়, এই সময়ে সাংবাদিকরা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সরকার সাংবাদিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।
আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, ‘কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি, কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে।’
তিনি আরও জানান, ‘সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকরা চলমান পরিস্থিতি উপলব্ধি করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন।’
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে বলেন, ‘পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নতুন অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন। তবে এর মধ্যে সাংবাদিকতা থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’
গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের জন্য ইস্যু করা সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস এবং অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিধিনিষেধ আরোপের পর শিগগিরই নতুন করে আবেদন নিয়ে সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
গত বুধবার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে এটি ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসাবে বিবেচনা করে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, ‘বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করা হবে। নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুর জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আবেদন আহ্বান করা হবে।’
বার্তায় আরও বলা হয়, এই সময়ে সাংবাদিকরা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সরকার সাংবাদিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।
আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, ‘কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি, কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে।’
তিনি আরও জানান, ‘সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকরা চলমান পরিস্থিতি উপলব্ধি করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন।’
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে বলেন, ‘পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নতুন অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন। তবে এর মধ্যে সাংবাদিকতা থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’
গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের জন্য ইস্যু করা সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস এবং অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।