নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারির মধ্যে সরকারের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হবে।
রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
বদিউল আলম বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, তাহলে ৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।”
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের সুপারিশের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে, নইলে নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হতে পারে।”
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারির মধ্যে সরকারের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হবে।
রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
বদিউল আলম বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, তাহলে ৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।”
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের সুপারিশের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে, নইলে নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হতে পারে।”