ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের কাছে এই অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে ছিলেন নৃবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী অধ্যাপক রেহনুমা আহমেদ।
অভিযোগে শেখ হাসিনাসহ অপর আটজনের নাম উল্লেখ করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নেওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। পরবর্তী পাঁচ বছর তিনি নিখোঁজ ছিলেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত বন্দিশালা ‘আয়নাঘর’-এ আটকে রাখা হয়েছিল।
গত ৭ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর, তাকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় বলে ইউপিডিএফ দাবি করে।
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের কাছে এই অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে ছিলেন নৃবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী অধ্যাপক রেহনুমা আহমেদ।
অভিযোগে শেখ হাসিনাসহ অপর আটজনের নাম উল্লেখ করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নেওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। পরবর্তী পাঁচ বছর তিনি নিখোঁজ ছিলেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত বন্দিশালা ‘আয়নাঘর’-এ আটকে রাখা হয়েছিল।
গত ৭ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর, তাকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় বলে ইউপিডিএফ দাবি করে।