পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আদালতে কোনো সংস্কার না করলে শীঘ্রই বিচারকাজ পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন।
গতকাল বুধবার রাতে অস্থায়ী বিশেষ আদালতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আজ সকালে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতের ক্ষতির কারণে শুনানি স্থগিত হয়েছে।
পিপি বোরহান উদ্দিন বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানির পরবর্তী তারিখ আদালত আজ বিকেলে ঘোষণা করবেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল, ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অন্যদিকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আদালত সরানোর দাবিতে গতকাল রাতে সড়ক অবরোধ করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ দুপুরে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে আগুনের খবর পান তাঁরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। বাধার মুখে তাঁরা আগুন নেভাতে পারেননি। পরে আজ সকাল সোয়া ১০টার দিকে তাঁরা আবার যান। গিয়ে দেখেন এজলাস পুড়ে গেছে। পরে তাঁরা ফিরে আসেন।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গত বছরের ৫ আগস্ট ও এরপরে বিভিন্ন সময় বকশীবাজারের বিশেষ আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে গতকাল রাত কিংবা আজকের সকালে আগুন লাগার কোনো তথ্য নেই তাদের কাছে।
অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান। আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদ করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাঁরা এই আদালত সরিয়ে নেওয়ার দাবি করছেন।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আদালতে কোনো সংস্কার না করলে শীঘ্রই বিচারকাজ পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন।
গতকাল বুধবার রাতে অস্থায়ী বিশেষ আদালতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আজ সকালে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতের ক্ষতির কারণে শুনানি স্থগিত হয়েছে।
পিপি বোরহান উদ্দিন বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানির পরবর্তী তারিখ আদালত আজ বিকেলে ঘোষণা করবেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল, ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অন্যদিকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আদালত সরানোর দাবিতে গতকাল রাতে সড়ক অবরোধ করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ দুপুরে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে আগুনের খবর পান তাঁরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। বাধার মুখে তাঁরা আগুন নেভাতে পারেননি। পরে আজ সকাল সোয়া ১০টার দিকে তাঁরা আবার যান। গিয়ে দেখেন এজলাস পুড়ে গেছে। পরে তাঁরা ফিরে আসেন।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গত বছরের ৫ আগস্ট ও এরপরে বিভিন্ন সময় বকশীবাজারের বিশেষ আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে গতকাল রাত কিংবা আজকের সকালে আগুন লাগার কোনো তথ্য নেই তাদের কাছে।
অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান। আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদ করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাঁরা এই আদালত সরিয়ে নেওয়ার দাবি করছেন।