ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তাঁর স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাব থেকে প্রায় ৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী তাঁর ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। তিনি ৫৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৪০২ কোটি টাকার লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
তার স্ত্রী তারিন হোসেন ৮ কোটি ৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। পাশাপাশি ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ১৭৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক উভয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি দমন আইনে মামলা করেছে।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তাঁর স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাব থেকে প্রায় ৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী তাঁর ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। তিনি ৫৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৪০২ কোটি টাকার লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
তার স্ত্রী তারিন হোসেন ৮ কোটি ৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। পাশাপাশি ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ১৭৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক উভয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি দমন আইনে মামলা করেছে।