alt

জাতীয়

সারাদেশে দলীয় কার্যালয়সহ আ’লীগের স্থাপনায় ভাঙচুর

নিজস্ব বার্তা পরিবেশক : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাকর্মীদের কার্যালয়, বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের সূত্রপাত হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এসব ‘বুলডোজার কর্মসূচি’ পালন করা হয়। বিক্ষুব্ধদের দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো পতিত সরকারপ্রধান ন্যূনতম অনুশোচনা না করে সামাজিক মাধ্যমে হিংসাত্মক প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারই প্রতিবাদে স্বৈরাচারের অস্তিত্ব বিলীন করতেই আওয়ামী স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

পাওয়া তথ্যে জানা গেছে, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি সারাদেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে। ভাঙচুর করা হয়েছে ভাস্কর্য।

গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ করে বলে জানান সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেও গেলেও কাউকে পাওয়া যায়নি।

এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও চার জাতীয় নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) ঢাকার বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনানীতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুন নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই। কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর উপশহর এলাকায় এক্সক্যাভেটর দিয়ে তিনতলা বাড়িটি ভাঙা হয়।

নোয়াখালী

হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাতিয়া থানার ওসি আজমল হুদা।

ওসি বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং ঘাটে ছয়টি স্পিডবোট ও চারটি ট্রলারে অগ্নিসংযোগ করে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন এলাকায় নির্মিত দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হামলা ও ভাঙচুরের সময় লোকজন ফেইসবুকে লাইভ করে বিষয়টি প্রচার করেন; যা দ্রুত ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের ‘জয়বাংলা চত্বরে’ শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল দ্বিতীয়বারের মতো ভেঙেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বৈষমবিরোধী ছাত্র-জনতা হাতুড়ি নিয়ে ভাঙতে শুরু করেন।

ভোলা

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সক্যাভেটর দিয়ে ভেঙে দেয়া হয়েছে। পৌরসভা ভবনের সামনে, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান।

হামলাকারীরা মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের দ্বিতল বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তারা ড্রইংরুমে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময় পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ, গুলি, হাতবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মুরাদ হাসানের বাড়িতেও একই ঘটনা ঘটে। যদিও স্বৈরাচার পতনের পর থেকেই সপরিবারে পলাতক চিকিৎসক মুরাদ হাসান।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিন রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন জ্বলতেও দেখা গেছে। সন্ধ্যার পর থেকেই দলে দলে বিক্ষুব্ধদের উপস্থিতি বাড়তে থাকে জেলা প্রশাসকের কার্যালয়ের উল্টো পাশে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর এলাকায়।

গাইবান্ধা, নওগাঁ, সিলেট, ফেনী, পঞ্চগড়, যশোর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বাম রাজনৈতিক দলগুলোর কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ছবি

শেষ ইচ্ছা মেনে সন্জীদা খাতুনের দেহদান

ছবি

দুদকের তদন্তে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্ট, মামলা দায়ের

চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে: প্রধান উপদেষ্টা

নাসিমের ছেলে তমালের যুক্তরাষ্ট্রে ১২ ফ্ল্যাট, ২ বহুতল ভবন

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রতিবেশী দেশ থেকে ৩০ শতাংশ দূষিত বায়ু আসে: পরিবেশ উপদেষ্টা

মর্টগেজ জমি বিক্রি: ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে পাট ব্যবসায়ী

স্টারলিংকেও থাকছে আড়িপাতার সুযোগ, যখন-তখন বন্ধও করা যাবে

আইনশৃঙ্খলা বাহিনীর মতোই প্রস্তুতি ছিল ডাকাত দলটির: পুলিশ

ছবি

ঈদযাত্রায় ট্রেনের টিকেট কালোবাজারি, গ্রেপ্তার ৬

রাষ্ট্র সংস্কারের ১২২ প্রস্তাবে একমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

পরোয়ানা জারির তথ্য ‘ফাঁস’, চিফ প্রসিকিউটরের সন্দেহের তীর ট্রাইব্যুনাল কর্মীদের দিকে

পোশাকসহ শিল্প খাতে অস্থিরতা ‘প্রতিহত’ করবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি

লালমনিরহাটে কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল, জনমনে ক্ষোভ

ছবি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায়

ছবি

বেতন-বোনাস বাকি অনেক কারখানায়, কঠোর কর্মসূচির হুমকি পোশাক শ্রমিকদের

ছবি

এক মাস বাড়ল পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ

ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

ছবি

শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

ছবি

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা আসিফ মাহমুদের

ছবি

সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি

শ্রমিকের বেতনের টাকা নিয়ে গড়িমসি, প্রিমিয়ার ব্যাংককে হুঁশিয়ারি

ছবি

বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন, নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

ছবি

দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে : প্রধান উপদেষ্টা

ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যাপক ইউনূসের

ছবি

এশিয়ার ‘যৌথ সমৃদ্ধির’ জন্য স্পষ্ট রোডম্যাপ চান ইউনূস

চীনে বোয়াও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

স্টারলিংকের জন্য নতুন নির্দেশিকা, আড়ি পাতার সুযোগ থাকবে

ছবি

মঙ্গল শোভাযাত্রা বর্জনের ঘোষণা চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের

ছবি

বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২৯ হাজার যান চলাচল

শিক্ষা ও স্বাস্থ্য খাত গোষ্ঠীর নয়, জনগণের সম্পদ: গণশিক্ষা উপদেষ্টা

ছবি

ঈদে আশানুরূপ বিক্রি নেই জামদানি পল্লীতে

এপ্রিলেই চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন উপদেষ্টা: প্রেস সচিব

ছবি

শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়ে সিক্ত সনজীদা খাতুন

tab

জাতীয়

সারাদেশে দলীয় কার্যালয়সহ আ’লীগের স্থাপনায় ভাঙচুর

নিজস্ব বার্তা পরিবেশক

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতাকর্মীদের কার্যালয়, বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের সূত্রপাত হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এসব ‘বুলডোজার কর্মসূচি’ পালন করা হয়। বিক্ষুব্ধদের দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো পতিত সরকারপ্রধান ন্যূনতম অনুশোচনা না করে সামাজিক মাধ্যমে হিংসাত্মক প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারই প্রতিবাদে স্বৈরাচারের অস্তিত্ব বিলীন করতেই আওয়ামী স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

পাওয়া তথ্যে জানা গেছে, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি সারাদেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে। ভাঙচুর করা হয়েছে ভাস্কর্য।

গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ করে বলে জানান সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেও গেলেও কাউকে পাওয়া যায়নি।

এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও চার জাতীয় নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) ঢাকার বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনানীতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুন নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই। কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর উপশহর এলাকায় এক্সক্যাভেটর দিয়ে তিনতলা বাড়িটি ভাঙা হয়।

নোয়াখালী

হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাতিয়া থানার ওসি আজমল হুদা।

ওসি বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং ঘাটে ছয়টি স্পিডবোট ও চারটি ট্রলারে অগ্নিসংযোগ করে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন এলাকায় নির্মিত দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হামলা ও ভাঙচুরের সময় লোকজন ফেইসবুকে লাইভ করে বিষয়টি প্রচার করেন; যা দ্রুত ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের ‘জয়বাংলা চত্বরে’ শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল দ্বিতীয়বারের মতো ভেঙেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বৈষমবিরোধী ছাত্র-জনতা হাতুড়ি নিয়ে ভাঙতে শুরু করেন।

ভোলা

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সক্যাভেটর দিয়ে ভেঙে দেয়া হয়েছে। পৌরসভা ভবনের সামনে, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান।

হামলাকারীরা মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের দ্বিতল বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তারা ড্রইংরুমে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময় পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ, গুলি, হাতবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মুরাদ হাসানের বাড়িতেও একই ঘটনা ঘটে। যদিও স্বৈরাচার পতনের পর থেকেই সপরিবারে পলাতক চিকিৎসক মুরাদ হাসান।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিন রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন জ্বলতেও দেখা গেছে। সন্ধ্যার পর থেকেই দলে দলে বিক্ষুব্ধদের উপস্থিতি বাড়তে থাকে জেলা প্রশাসকের কার্যালয়ের উল্টো পাশে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর এলাকায়।

গাইবান্ধা, নওগাঁ, সিলেট, ফেনী, পঞ্চগড়, যশোর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বাম রাজনৈতিক দলগুলোর কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

back to top