alt

জাতীয়

আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের: জলকামান, লাঠিচার্জেও অনড়, টেনে-হিঁচড়ে সরালো পুলিশ, আটক ১৪

নিজস্ব বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, পরে টেনে হেঁচড়ে সরিয়ে দেয় -সংবাদ

আন্দোলনের ৮ম দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তারা অন্যান্য দিনের মতো বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু লাঠিচার্জ, জলকামান উপেক্ষা করেই সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। একটা পর্যায়ে টেনেহিঁচড়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পাশেই জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ’ চাকরি প্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি দীর্ঘ যানজটের। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললেও যাচ্ছিল না তারা।

পরে দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ। জলকামানের পানিতে আন্দোলনকারীরা ভিজে যান। আন্দোলনস্থলে পানি জমে যায়। আন্দোলনকারীরা পানির ভেতরই আর জলকামানের পানি উপেক্ষা করে ব্যানার গায়ে দিয়ে শুয়ে থাকেন। ফলে কয়েক দফায় পানি নিক্ষেপ করেও তাদের সরানো যাচ্ছিল না। এতে পুলিশ লাঠিচার্জ করতে থাকে।

তাতেও সরানো যাচ্ছিল না আন্দোলনকারীদের। দেখা যায়, নারী পুলিশ সদস্যরা আন্দোলনে অংশ নেয়া নারীদের সেখান থেকে সরে যেতে লাঠিচার্জ করছেন। তাতেও সরছেন না আন্দোলনকারীরা। বরং তারা আরও জড়ো হয়ে একত্রে শুয়ে পড়েন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। ব্যাপক গতিতে জলকামান দিয়ে পাটি ছিটানোর ফলে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন।

তাদের ঘিরে রাখেন অন্য নারীরা। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। তবে তারা সেখানেই অবস্থান করবেন বলে বেলা ৩টার দিকে জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ মনসুর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘ওরা বয়সে ছোট, বারবারই একই ভুল করছে। আমরা চেষ্টা করছিলাম রাস্তাটা ফাঁকা করার জন্য। তাই কয়েকজনকে নিয়ে আসছি। তবে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেয়া হবে। ‘আপাতত সাতজন পুরুষ ও সাতজন নারী আন্দোলনকারীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদের ছেড়ে দেব।’

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভ্যারিফাই করেই আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক নই? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

এদিকে, জাতীয় জাদুঘরের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারী। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করলেই এ হট্টগোল বাধে। এ নিয়ে ৮ম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চারদিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে আন্দোলন করায় শাহবাগ ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। একে সপ্তাহের শেষ কর্মদিবস, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সিগন্যাল পয়েন্ট আটকা থাকায় কোন দিকেই যানবাহন যেতে পারছিল না। ফলে কারওয়ান বাজার, বাংলামটর, সায়েন্সল্যাব, মৎস্য ভবনসহ আশপাশের এলাকাও তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যক্তিগত গাড়িগুলো আশপাশের গলি দিয়ে গন্তব্যে যেতে পারলেও ঠাঁই দাঁড়িয়ে থাকে যাত্রাবাহী বাস। এতে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। শাহবাগে হাসপাতালে আসা রোগী ও স্বজনরাও ভোগান্তিতে পড়েছেন। প্রায় ৩টার দিকে আন্দোনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান শাকিল বলেন, এমনেই শাহবাগ মোড়ে যানজট থাকে। এর মধ্যে আবার শিক্ষকরা সড়ক অবরোধের ফলে একটু যানজটের সৃষ্টি হয়। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ছবি

শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

ছবি

শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে চীনের সক্রিয় ভূমিকা চান প্রধান উপদেষ্টা

ছবি

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক

ছবি

শেষ ইচ্ছা মেনে সন্জীদা খাতুনের দেহদান

ছবি

দুদকের তদন্তে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্ট, মামলা দায়ের

চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে: প্রধান উপদেষ্টা

নাসিমের ছেলে তমালের যুক্তরাষ্ট্রে ১২ ফ্ল্যাট, ২ বহুতল ভবন

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রতিবেশী দেশ থেকে ৩০ শতাংশ দূষিত বায়ু আসে: পরিবেশ উপদেষ্টা

মর্টগেজ জমি বিক্রি: ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে পাট ব্যবসায়ী

স্টারলিংকেও থাকছে আড়িপাতার সুযোগ, যখন-তখন বন্ধও করা যাবে

আইনশৃঙ্খলা বাহিনীর মতোই প্রস্তুতি ছিল ডাকাত দলটির: পুলিশ

ছবি

ঈদযাত্রায় ট্রেনের টিকেট কালোবাজারি, গ্রেপ্তার ৬

রাষ্ট্র সংস্কারের ১২২ প্রস্তাবে একমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

পরোয়ানা জারির তথ্য ‘ফাঁস’, চিফ প্রসিকিউটরের সন্দেহের তীর ট্রাইব্যুনাল কর্মীদের দিকে

পোশাকসহ শিল্প খাতে অস্থিরতা ‘প্রতিহত’ করবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি

লালমনিরহাটে কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল, জনমনে ক্ষোভ

ছবি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায়

ছবি

বেতন-বোনাস বাকি অনেক কারখানায়, কঠোর কর্মসূচির হুমকি পোশাক শ্রমিকদের

ছবি

এক মাস বাড়ল পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ

ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

ছবি

শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

ছবি

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা আসিফ মাহমুদের

ছবি

সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি

শ্রমিকের বেতনের টাকা নিয়ে গড়িমসি, প্রিমিয়ার ব্যাংককে হুঁশিয়ারি

ছবি

বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন, নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

ছবি

দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে : প্রধান উপদেষ্টা

ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যাপক ইউনূসের

ছবি

এশিয়ার ‘যৌথ সমৃদ্ধির’ জন্য স্পষ্ট রোডম্যাপ চান ইউনূস

চীনে বোয়াও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

স্টারলিংকের জন্য নতুন নির্দেশিকা, আড়ি পাতার সুযোগ থাকবে

ছবি

মঙ্গল শোভাযাত্রা বর্জনের ঘোষণা চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের

ছবি

বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২৯ হাজার যান চলাচল

শিক্ষা ও স্বাস্থ্য খাত গোষ্ঠীর নয়, জনগণের সম্পদ: গণশিক্ষা উপদেষ্টা

ছবি

ঈদে আশানুরূপ বিক্রি নেই জামদানি পল্লীতে

tab

জাতীয়

আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের: জলকামান, লাঠিচার্জেও অনড়, টেনে-হিঁচড়ে সরালো পুলিশ, আটক ১৪

নিজস্ব বার্তা পরিবেশক

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, পরে টেনে হেঁচড়ে সরিয়ে দেয় -সংবাদ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আন্দোলনের ৮ম দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তারা অন্যান্য দিনের মতো বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু লাঠিচার্জ, জলকামান উপেক্ষা করেই সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। একটা পর্যায়ে টেনেহিঁচড়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পাশেই জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ’ চাকরি প্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি দীর্ঘ যানজটের। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললেও যাচ্ছিল না তারা।

পরে দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ। জলকামানের পানিতে আন্দোলনকারীরা ভিজে যান। আন্দোলনস্থলে পানি জমে যায়। আন্দোলনকারীরা পানির ভেতরই আর জলকামানের পানি উপেক্ষা করে ব্যানার গায়ে দিয়ে শুয়ে থাকেন। ফলে কয়েক দফায় পানি নিক্ষেপ করেও তাদের সরানো যাচ্ছিল না। এতে পুলিশ লাঠিচার্জ করতে থাকে।

তাতেও সরানো যাচ্ছিল না আন্দোলনকারীদের। দেখা যায়, নারী পুলিশ সদস্যরা আন্দোলনে অংশ নেয়া নারীদের সেখান থেকে সরে যেতে লাঠিচার্জ করছেন। তাতেও সরছেন না আন্দোলনকারীরা। বরং তারা আরও জড়ো হয়ে একত্রে শুয়ে পড়েন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। ব্যাপক গতিতে জলকামান দিয়ে পাটি ছিটানোর ফলে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন।

তাদের ঘিরে রাখেন অন্য নারীরা। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। তবে তারা সেখানেই অবস্থান করবেন বলে বেলা ৩টার দিকে জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ মনসুর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘ওরা বয়সে ছোট, বারবারই একই ভুল করছে। আমরা চেষ্টা করছিলাম রাস্তাটা ফাঁকা করার জন্য। তাই কয়েকজনকে নিয়ে আসছি। তবে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেয়া হবে। ‘আপাতত সাতজন পুরুষ ও সাতজন নারী আন্দোলনকারীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদের ছেড়ে দেব।’

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভ্যারিফাই করেই আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক নই? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

এদিকে, জাতীয় জাদুঘরের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারী। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করলেই এ হট্টগোল বাধে। এ নিয়ে ৮ম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চারদিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে আন্দোলন করায় শাহবাগ ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। একে সপ্তাহের শেষ কর্মদিবস, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সিগন্যাল পয়েন্ট আটকা থাকায় কোন দিকেই যানবাহন যেতে পারছিল না। ফলে কারওয়ান বাজার, বাংলামটর, সায়েন্সল্যাব, মৎস্য ভবনসহ আশপাশের এলাকাও তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যক্তিগত গাড়িগুলো আশপাশের গলি দিয়ে গন্তব্যে যেতে পারলেও ঠাঁই দাঁড়িয়ে থাকে যাত্রাবাহী বাস। এতে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। শাহবাগে হাসপাতালে আসা রোগী ও স্বজনরাও ভোগান্তিতে পড়েছেন। প্রায় ৩টার দিকে আন্দোনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান শাকিল বলেন, এমনেই শাহবাগ মোড়ে যানজট থাকে। এর মধ্যে আবার শিক্ষকরা সড়ক অবরোধের ফলে একটু যানজটের সৃষ্টি হয়। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

back to top