সোমবার শাহবাগে জুলাই অভ্যুত্থানে আহতরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে -সংবাদ
টানা চার ঘণ্টা পর লংমার্চের ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। তবে এই লংমার্চ কবে হবে সেই ঘোষণা এখনও দেয়নি। তারা বলছেন, সবার সঙ্গে আলোচনা করে এই লংমার্চের তারিখ ঘোষণা দিবেন।
পুলিশ জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে সোমবার দুপুর থেকে তারা এই সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড় আটকে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন।
শাহবাগ থানার ওসি উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, আন্দোলনকারিরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কারণে সড়কের এক পাশের গাড়ি চলাচলে কিছুটা অসুবিধা হয়েছে। অন্যপাশে যানচলাচল স্বাভাবিক ছিল।
অবরোধ করা আহতদের দাবির মধ্যে রয়েছে, দুইটি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেয়া। আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও আহতদের জন্য হটলাইন নম্বর চালু করা।
জুলাই অভ্যুত্থানে আহত দাবি করে সুমন নামে একজন উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, আহতদের তিন থেকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, দুইটি ক্যাটাগরি ভাতা পাবে, বাকিদের দেয়া হবে না। এটা বৈষম্য। আমরা চাই যেন সব আহতদের দুইটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত করা হয়। আমরা যখন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও এ রকম কথা জানিয়েয়ে ছিলেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন। আর আহতরা অভিহিত হবেন ‘জুলাই যোদ্ধা’ নামে। আর আহতরা ক্যাটাগরি বেধে আর্থিক, চিকিৎসা ও পূর্ণবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্যে জানা গেছে, আন্দোলনকারিরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের আন্দোলন করছিল। এতে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশ্বের যানচলাচলে কিছুটা সমস্যা হয়। অন্য কোনো অসুবিধা হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার শাহবাগে জুলাই অভ্যুত্থানে আহতরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে -সংবাদ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
টানা চার ঘণ্টা পর লংমার্চের ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। তবে এই লংমার্চ কবে হবে সেই ঘোষণা এখনও দেয়নি। তারা বলছেন, সবার সঙ্গে আলোচনা করে এই লংমার্চের তারিখ ঘোষণা দিবেন।
পুলিশ জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে সোমবার দুপুর থেকে তারা এই সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড় আটকে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন।
শাহবাগ থানার ওসি উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, আন্দোলনকারিরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কারণে সড়কের এক পাশের গাড়ি চলাচলে কিছুটা অসুবিধা হয়েছে। অন্যপাশে যানচলাচল স্বাভাবিক ছিল।
অবরোধ করা আহতদের দাবির মধ্যে রয়েছে, দুইটি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেয়া। আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও আহতদের জন্য হটলাইন নম্বর চালু করা।
জুলাই অভ্যুত্থানে আহত দাবি করে সুমন নামে একজন উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, আহতদের তিন থেকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, দুইটি ক্যাটাগরি ভাতা পাবে, বাকিদের দেয়া হবে না। এটা বৈষম্য। আমরা চাই যেন সব আহতদের দুইটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত করা হয়। আমরা যখন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও এ রকম কথা জানিয়েয়ে ছিলেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন। আর আহতরা অভিহিত হবেন ‘জুলাই যোদ্ধা’ নামে। আর আহতরা ক্যাটাগরি বেধে আর্থিক, চিকিৎসা ও পূর্ণবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্যে জানা গেছে, আন্দোলনকারিরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের আন্দোলন করছিল। এতে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশ্বের যানচলাচলে কিছুটা সমস্যা হয়। অন্য কোনো অসুবিধা হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।