গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সকালে ঢাকায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই এখন অবান্তর। আমরা দেখেছি, নিষিদ্ধ করেই এ রকম একটি দলের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। তাই শুধু নিষিদ্ধই নয়, আমরা মনে করি এ রকম একটি ফ্যাসিস্ট দল, যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত।’
অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার। বাংলাদেশের মানুষ তাদের প্রাত্যহিক সেবা ঠিকমতো পাচ্ছে না। সেটা নিশ্চিত করা এই সরকারের অন্যতম দায়িত্ব।’
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।’ এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের যারা কোনো প্রকার অন্যায়, হত্যা বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা যদি জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচন করেন, তাতে কোনো বাধা নেই।’ এমন বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এ প্রসঙ্গে বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘কিছু কিছু মিডিয়াতে আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর।’
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে পোস্টে এই উপদেষ্টা লেখেন, ‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এটাই আমার ব্যক্তিগত অবস্থান। এখন সেটা করার প্রসেস কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে।’
ওই ফেইসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগের সাথে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে, ফ্যাসিস্ট অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে) আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।’
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সকালে ঢাকায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই এখন অবান্তর। আমরা দেখেছি, নিষিদ্ধ করেই এ রকম একটি দলের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। তাই শুধু নিষিদ্ধই নয়, আমরা মনে করি এ রকম একটি ফ্যাসিস্ট দল, যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত।’
অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার। বাংলাদেশের মানুষ তাদের প্রাত্যহিক সেবা ঠিকমতো পাচ্ছে না। সেটা নিশ্চিত করা এই সরকারের অন্যতম দায়িত্ব।’
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।’ এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের যারা কোনো প্রকার অন্যায়, হত্যা বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা যদি জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচন করেন, তাতে কোনো বাধা নেই।’ এমন বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এ প্রসঙ্গে বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘কিছু কিছু মিডিয়াতে আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর।’
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে পোস্টে এই উপদেষ্টা লেখেন, ‘আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এটাই আমার ব্যক্তিগত অবস্থান। এখন সেটা করার প্রসেস কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে।’
ওই ফেইসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগের সাথে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে, ফ্যাসিস্ট অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে) আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।’