আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে এক দিন করে রিমান্ডে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
এর আগে এই দুজনসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যরা হলেন—ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।
প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহদী।
প্রসিকিউটর সুলতান মাহমুদ জানান, একটি মামলায় আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৩ ফেব্রুয়ারি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, আরেক মামলায় আলেপ উদ্দিনের রিমান্ড চাওয়া হলে ট্রাইব্যুনাল তাকে ২৬ ফেব্রুয়ারি এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
প্রসিকিউশন এই দুটি মামলায় তিন মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে।
নারায়ণগঞ্জে র্যাবে কর্মরত থাকাকালে আলেপ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে বলে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ। তিনি বলেন, প্রায়ই তার বিরুদ্ধে অভিযোগ দিতে অনেক মানুষ ট্রাইব্যুনালে আসেন।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে এক দিন করে রিমান্ডে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
এর আগে এই দুজনসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যরা হলেন—ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।
প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহদী।
প্রসিকিউটর সুলতান মাহমুদ জানান, একটি মামলায় আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৩ ফেব্রুয়ারি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, আরেক মামলায় আলেপ উদ্দিনের রিমান্ড চাওয়া হলে ট্রাইব্যুনাল তাকে ২৬ ফেব্রুয়ারি এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
প্রসিকিউশন এই দুটি মামলায় তিন মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে।
নারায়ণগঞ্জে র্যাবে কর্মরত থাকাকালে আলেপ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে বলে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ। তিনি বলেন, প্রায়ই তার বিরুদ্ধে অভিযোগ দিতে অনেক মানুষ ট্রাইব্যুনালে আসেন।