জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধকারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি। এতে প- হয়ে যায় তাদের অবস্থান কর্মসূচি।
পুলিশ জানায়, কর্মচারীরা বিকেল ৩টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন। অবরোধের কারণে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা এলাকা পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ভাবে আশপাশের সড়কেও তীব্র যানজট দেখা দেয়।
আন্দোলনকারী কর্মচারী শাহাবুদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেছেন, পুলিশ তাদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছিটিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। রাবার বুলেটে ১৩ থেকে ১৪ জন আহত হয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কয়েকটি জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে সরিয়ে দেয়।
জলকামান নিক্ষেপের সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট, পাথর নিক্ষেপ করেছে বলে দাবি করেন ওসি। ছাত্র জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাকরি স্থায়ী করণের দাবি জানিয়ে আসছে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। তারা এর আগেও প্রেসক্লাব ও শাহবাগসহ বিভিন্ন স্থানে অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনগুলো নানা দাবিতে রাস্তায় অবস্থান নিয়ে মাইক লাগিয়ে উচ্চ শব্দে তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। এটা নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। রাস্তায় অবস্থান ও ফুটপাতে জনসভা করার কারণে মেট্রোরেলের যাত্রীদের চলাচল কষ্ট হচ্ছে।
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধকারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি। এতে প- হয়ে যায় তাদের অবস্থান কর্মসূচি।
পুলিশ জানায়, কর্মচারীরা বিকেল ৩টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন। অবরোধের কারণে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা এলাকা পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ভাবে আশপাশের সড়কেও তীব্র যানজট দেখা দেয়।
আন্দোলনকারী কর্মচারী শাহাবুদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেছেন, পুলিশ তাদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছিটিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। রাবার বুলেটে ১৩ থেকে ১৪ জন আহত হয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কয়েকটি জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে সরিয়ে দেয়।
জলকামান নিক্ষেপের সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট, পাথর নিক্ষেপ করেছে বলে দাবি করেন ওসি। ছাত্র জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাকরি স্থায়ী করণের দাবি জানিয়ে আসছে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। তারা এর আগেও প্রেসক্লাব ও শাহবাগসহ বিভিন্ন স্থানে অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনগুলো নানা দাবিতে রাস্তায় অবস্থান নিয়ে মাইক লাগিয়ে উচ্চ শব্দে তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। এটা নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। রাস্তায় অবস্থান ও ফুটপাতে জনসভা করার কারণে মেট্রোরেলের যাত্রীদের চলাচল কষ্ট হচ্ছে।