পদ ছাড়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়
রোববার সন্ধ্যায় গুঞ্জন ওঠে, নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পতাকা না থাকায় জল্পনা আরও বাড়ে।
এ বিষয়ে জানতে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায় ভিন্ন সত্য। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “আমি এ বিষয়ে উপদেষ্টা নাহিদ মহোদয়কে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন, ‘না, আমি পদত্যাগ করিনি।’”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে কয়েক সপ্তাহ ধরে।
গত ১৭ ফেব্রুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা অনেক আগেই একটি রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন। আমি বলেছি, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি তা হয়, তবে পদত্যাগ করব। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আশা করছি, সপ্তাহের শেষে সবাইকে জানাতে পারব।"
জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা নেতাদের নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দলটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
নতুন দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও প্রতীক চূড়ান্ত করতে তৎপরতা চলছে। পাশাপাশি সারাদেশে কাঠামো বিস্তারে একের পর এক থানা কমিটি গঠন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এর আগে, গত মঙ্গলবার নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন দলে যোগদানের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সপ্তাহের শেষ দিকে।
পদ ছাড়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
রোববার সন্ধ্যায় গুঞ্জন ওঠে, নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পতাকা না থাকায় জল্পনা আরও বাড়ে।
এ বিষয়ে জানতে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায় ভিন্ন সত্য। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “আমি এ বিষয়ে উপদেষ্টা নাহিদ মহোদয়কে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন, ‘না, আমি পদত্যাগ করিনি।’”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে কয়েক সপ্তাহ ধরে।
গত ১৭ ফেব্রুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা অনেক আগেই একটি রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন। আমি বলেছি, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি তা হয়, তবে পদত্যাগ করব। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আশা করছি, সপ্তাহের শেষে সবাইকে জানাতে পারব।"
জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা নেতাদের নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দলটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
নতুন দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও প্রতীক চূড়ান্ত করতে তৎপরতা চলছে। পাশাপাশি সারাদেশে কাঠামো বিস্তারে একের পর এক থানা কমিটি গঠন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এর আগে, গত মঙ্গলবার নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন দলে যোগদানের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সপ্তাহের শেষ দিকে।