আশুলিয়ায় নিজের বাসায় ‘ব্যাচেলর পয়েন্টের’ নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজাদ এখন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা তপু খান। এ ঘটনায় আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।
রবিবার তপু বলেন, ‘শনিবার ভোররাতে আশুলিয়ার জিরানী এলাকার বাসায় ডাকাতির সময় বাধা দেয়া হলে আজাদকে গুলি করে পালিয়ে যায় ডাকাতের দল।’ আর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আজাদের বাসা
জিরানী এলাকায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত দোতলার রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে।
‘এ সময় শব্দ পেয়ে অভিনেতা ও তার স্ত্রী ছুটে এলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে গুলি করে। তারা রান্নাঘরে থাকা একটি কড়াই দিয়ে আজাদের স্ত্রীকেও আঘাত করে। পরবর্তীতে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজাদ টেলিভিশনের নাটকে অভিনয় করেন। তপু খান, কাজল আরেফিন অমিসহ আরও কিছু নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন। পরিচালক তপু বলেন, ‘ভোর রাতে ডাকাতদের একটি দল যখন আজাদের বাসায় ঢুকেছিল, ওই সময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তি হলে ডাকাতরা গুলি করে পালিয়ে যায়। আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে।’
আজাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ জানিয়ে তপু বলেন, ‘হাসপাতালে আজাদের এমআরআই করা হয়েছে। তার পায়ের অবস্থা ভালো নেই।’ ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’সহ আরও কিছু নাটকে অভিনয় করেছেন আজাদ। এছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
আশুলিয়ায় নিজের বাসায় ‘ব্যাচেলর পয়েন্টের’ নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজাদ এখন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা তপু খান। এ ঘটনায় আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।
রবিবার তপু বলেন, ‘শনিবার ভোররাতে আশুলিয়ার জিরানী এলাকার বাসায় ডাকাতির সময় বাধা দেয়া হলে আজাদকে গুলি করে পালিয়ে যায় ডাকাতের দল।’ আর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আজাদের বাসা
জিরানী এলাকায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত দোতলার রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে।
‘এ সময় শব্দ পেয়ে অভিনেতা ও তার স্ত্রী ছুটে এলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে গুলি করে। তারা রান্নাঘরে থাকা একটি কড়াই দিয়ে আজাদের স্ত্রীকেও আঘাত করে। পরবর্তীতে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজাদ টেলিভিশনের নাটকে অভিনয় করেন। তপু খান, কাজল আরেফিন অমিসহ আরও কিছু নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন। পরিচালক তপু বলেন, ‘ভোর রাতে ডাকাতদের একটি দল যখন আজাদের বাসায় ঢুকেছিল, ওই সময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তি হলে ডাকাতরা গুলি করে পালিয়ে যায়। আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে।’
আজাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ জানিয়ে তপু বলেন, ‘হাসপাতালে আজাদের এমআরআই করা হয়েছে। তার পায়ের অবস্থা ভালো নেই।’ ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’সহ আরও কিছু নাটকে অভিনয় করেছেন আজাদ। এছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।