সরকারি প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও অর্থ অপচয় ঠেকাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
সোমবার সরকারের অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা ও বিভিন্ন খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে উন্নয়ন প্রকল্পে গড়ে ৭০ শতাংশ ব্যয় বেড়েছে। রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পের কারণে প্রায় ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। এসব অনিয়ম ঠেকাতে তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্প মূল্যায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “মেট্রো রেলের একটি প্রকল্পে ৫২০ কোটি ডলার ব্যয় ধরা হলেও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মূল্যায়নে দেখা গেছে, ৫০ কোটি ডলার সাশ্রয় করা সম্ভব। ফলে তৃতীয় পক্ষ দিয়ে প্রকল্প যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
এছাড়া, সরকারি অফিসে দ্রুত ই-ফাইলিং চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেন কোনো ফাইল ম্যানুয়ালি চলাচল না করে এবং সরকারি কার্যক্রমে সমন্বয় বাড়ে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সরকারি প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও অর্থ অপচয় ঠেকাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
সোমবার সরকারের অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা ও বিভিন্ন খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে উন্নয়ন প্রকল্পে গড়ে ৭০ শতাংশ ব্যয় বেড়েছে। রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পের কারণে প্রায় ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। এসব অনিয়ম ঠেকাতে তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্প মূল্যায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “মেট্রো রেলের একটি প্রকল্পে ৫২০ কোটি ডলার ব্যয় ধরা হলেও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মূল্যায়নে দেখা গেছে, ৫০ কোটি ডলার সাশ্রয় করা সম্ভব। ফলে তৃতীয় পক্ষ দিয়ে প্রকল্প যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
এছাড়া, সরকারি অফিসে দ্রুত ই-ফাইলিং চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেন কোনো ফাইল ম্যানুয়ালি চলাচল না করে এবং সরকারি কার্যক্রমে সমন্বয় বাড়ে।