মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল বুধবার নির্ধারণ করা হয়েছে ।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এদিন শুনানি গ্রহণ করে। আজহারুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এহসান এ সিদ্দিক। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি।
দীর্ঘ শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৫ মার্চ এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়। একই বছরের ১৯ জুলাই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল ইসলাম।
মঙ্গলবার এই রিভিউ আবেদনের শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। আপিল বিভাগ আগামীকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছে।
জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে। দলটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার মুক্তির দাবি জানিয়ে আসছে।
আগামী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে সবার নজর আপিল বিভাগের দিকে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল বুধবার নির্ধারণ করা হয়েছে ।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এদিন শুনানি গ্রহণ করে। আজহারুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এহসান এ সিদ্দিক। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি।
দীর্ঘ শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৫ মার্চ এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়। একই বছরের ১৯ জুলাই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল ইসলাম।
মঙ্গলবার এই রিভিউ আবেদনের শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। আপিল বিভাগ আগামীকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছে।
জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে। দলটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার মুক্তির দাবি জানিয়ে আসছে।
আগামী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে সবার নজর আপিল বিভাগের দিকে।